Logo
logo

রন্ধনে বন্ধন

ঠান্ডাই রাবড়িতে দরবেশ

উপকরণ:- ঠান্ডাই গুঁড়ো বানানোর জন্য যা লাগবে

২ কাপের জন্য


১/৪কাপ কাঠবাদাম

১/৪ কাপ কাজুবাদাম

১/৪ কাপ পেস্তা

২ টেবিল চামচ তরমুজের বীজ

১ টেবিল চামচ মৌরি বীজ

১ টেবিল চামচ পোস্ত বীজ

১ টেবিল চামচ কালো গোলমরিচ দানা

৬ টি এলাচ

১/৪ চা চামচ জায়ফল গুঁড়ো

১/৪ চা চামচ জাফরান

২ টেবিল চামচ শুকনো গোলাপের পাপড়ি
রাবড়ি বানাতে যা লাগবে

১ লিটার ক্রিমযুক্ত বা ফ্যাটযুক্ত দুধ

৮ টেবিল চামচ ঠান্ডাই পাউডার

দানাদার চিনি স্বাদমতো ১/৪ কাপ মিল্কমেইড

দোকানের দরবেশ মিষ্টি চারটে
১ চা চামচ শুকনো গোলাপের পাপড়ি

প্রনালী:- ঠান্ডাই পাউডারের জন্য

১ সব উপকরণ গুলো কড়াই গরম করে কম আঁচে শুকিয়ে ভেজে নিন, তারপর শিলে পিষে নিলে স্বাদ হবে দারুণ।

২ বেশি পেষার দরকার নেই নয়তো বাদামের তেল বেরিয়ে আঠালো হয়ে যাবে, পুরো ঠান্ডা হতে দিন।

৩ এই মিশ্রণ টি হাওয়া ঢুকবেনা এমন কোনো জারে এক সপ্তাহ রেখে দেওয়া যায়।
ঠান্ডাই রাবড়ি বানানোর পদ্ধতি

১ একটা ভারী কড়াইতে মাঝারি আঁচে দুধ করে ফুটতে দিন। ঘন ঘন নাড়ুন যাতে কড়াইয়ের তলায় দুধ পুড়ে না যায়।

২ দুধ ভালো করে ফুটলে, মিল্কমেইড দিয়ে এবার ঠান্ডাই পাউডার যোগ করে ভালো করে মেশান।


৩ আঁচ কমিয়ে দুধটা ফুটতে দিন যতক্ষণ না এটি প্রায় ৪/৪ ভাগ ঘন এবং দানাদার হয়ে যায়। দুধটা নাড়তে থাকুন যাতে পুড়ে না যায়, কড়াইয়ের গায়ে জমে থাকা সরগুলি দুধের মধ্যে দিয়ে দিন।

৪ ঠান্ডা হলে রাবড়ি আরো জমে যাবে একটু খেয়াল রাখতে হবে।


৫ দুধ ঘন হয়ে গেলে কড়াইতে প্রয়োজন জন মতো চিনি দিয়ে এক মিনিট রান্না করে নিন।


৬ আঁচ থেকে কড়াই সরিয়ে ১০- ১৫ মিনিট ঠান্ডা করুন।

৭ রাবড়ি ফ্রিজে রেখে ঠান্ডা করুন

৮ মাটির গ্লাস বা মাটির কাপে ঠান্ডাই দিয়ে দরবেশ ছড়িয়ে গোলাপের পাপড়ি সাজিয়ে ভালবাসা মিশিয়ে পরিবেশন করুন প্রিয়জনদের।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com