Logo
logo

সাহিত্য / কবিতা

বৃষ্টি এলে

রাতের বেলা বৃষ্টি শুরু,
একনাগাড়ে চলতে থাকুক।
ভোরের আলো ফুটতে দেরি,
হোক না দেরি।

বৃষ্টির প্রাবল্য ক্রমবর্ধমান,
শহুরে মেজাজ ফুরফুরে।
বিছানা ছেড়ে উঠতে নারাজ,
ভীষণ রকম আলসেমি।
সারারাতের বৃষ্টিতে,
রাস্তায় জমা জলে,
অফিস না যাওয়ার বাহানা বেশ তীব্র।
ইলিশ ভাজা আর খিচুড়িতে মন!
একটি তো দিন,
শুয়ে বসে কাটাবার এইতো সুযোগ।

ওদিকে ঐ বস্তিতে,
জমা জলে ভাসছে ঘটি বাটি।
উনুন জ্বলা দূরের কথা,
চৌকির উপর সাজে সংসার।
চিঁড়ে, মুড়ি ভরসা এখন।
টিনের চালের ফুঁটো দিয়ে,
বৃষ্টি তখন ঘরের ভিতর ঝমঝমিয়ে।
ছোট্ট মেয়ের খাতার পাতা চুপসে গেছে জলের তোড়ে।
গরীবের ঘর বৃষ্টি হলে আপন মনে কাঁদে।

লোডশেডিং এ বস্তিতে লম্ফ জ্বলে,
দমকা হাওয়ায় নিভল বলে!
মায়ের হাতই আগলে রাখে।
আর ধনীর বাড়িতে লোডশেডিং এ জেনারেটর চলে।

শহুরে ধনীর ঘরে মদের আসর,
ঝড় বৃষ্টি উপভোগের সহজ মাধ্যম।
নেশার রাত কাটিয়ে আবার ব্যস্ততার
জীবন শুরু সূর্যোদয়ের সাথে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com