প্রতিশোধের রক্ত রাঙানো স্বাধীনতা
তোমার মৃত্যুতে সোচ্চার
আজকের রাত থেকে মধ্যরাত,
আজকের রাত,দখল নেওয়ার রাত,
কি বলছে নেতাজী,গান্ধীজী?
কাল সাতাত্তরতম স্বাধীনতা দিবস,
পতপত উড়বে পতাকা,
অলিতে গলিতে পাড়ার মোড়ে,
কত জ্বালাময়ী বক্তৃতার
মুখরোচক সমাচার হবে তুমি!
আসল দোষীকে ধরবে কে,কৃষ্ণ?
সে তো এখন বৃন্দাবনে,রাসলীলায় ব্যস্ত,
কৃষ্ণ অন্তর্যামী,সে সব জানে,
তবে কি এতো সহজে হাল ছেড়ে দেবে কৃষ্ণ?
নেবে না তিলোত্তমার মৃত্যুর প্রতিশোধ?
আজও কি গান্ধীজী মানবে অহিংস রীতি?
নাকি জন্ম নেবে আর এক নেতাজী,প্রতিশোধ নিতে?
স্বাধীন,থুড়ি পরাধীন ভারতবর্ষে!