Logo
logo

সাহিত্য / কবিতা

স্বাধীনতা , ! তুমি কার?

"


রাত পোহালেই নেচে
গেয়ে,বুলির তুফানে,,,
করবে শুধু বড়াই,
এই দিবসের সঠিক অর্থ,,,
বলতে পারো কি সবাই,,?
নাই কো অর্থ,তবু ঘটে অনর্থ,
চারিদিকে শুধু ভরে ওঠে অনাচার।
জাগে প্রশ্ন মনের গহনে___
"স্বাধীনতা,,,তুমি কার"?

যে কলি ফোটার আগেই
হয় লালসার শিকার,
পারো কি ঘোচাতে, পশুদের থেকে__
কোনো ধর্ষিতার হাহাকার ?
চারিদিকে শুনি, কান্নার রোল,
শাস্তি চাই,,,,,চাই বিচার ,
এর পরে,, সমস্বরে গেয়ে উঠি,,,,
"সারে জহা সে আচ্ছা,,,,
এ হিন্দুস্তান হামার"।।

"স্বাধীনতা,,,,তুমি কার"?
"তোমরা আমায় তোল্লা দাও,
দেবো নতুন জীবন তোমাদের"
,,,এক মহান উক্তির বিকৃত রূপ
ধারক হয় যে ,এই সমাজের।
ঘোরে মিছে মিছে, তার পিছে পিছে,
যত তরুণ সম্প্রদায়,
খোলস পাল্টে বক্তা দাঁড়ায়,
শুধু পড়ে থাকে, সেই সম্প্রদায়।
হয়ত শেষে ঝোলে বিজলীর তারে
না হয় মেলে শব, খালের পাড়ে ,
আমরা হয়ে উঠেছি জন_দরদী
আর কে ধারে,,,ধার।
হে,,, স্বাধীনতা, তুমি কার ???

শুধু বঞ্চনা,খালি প্রতারণা
মিথ্যে বুলির গল্প গাথা,
সেই আবর্ত্তে ঘুরে ঘুরে মরে,
আম জনতার মাথা ।।

শিক্ষাঙ্গনে ,,,বলে দেখো তুমি,,
বিনয়,,,বাদল,,,দীনেশ।
শৈশব রা উঠবে বলে,,, এরা কাঁরা,,?
নায়ক ? গায়ক? খেলোয়াড়?
বললে তো বেশ,,!
কোন ছবিতে আছে ওরা?
কোন কোন গান গেয়েছে তারা?
ফ্লপ,,না হিট?নাকি সুপার হিট?
বইয়ের পাতায় না হোক___
মনের পাতায় হিট।।
শিক্ষার মান দুমড়ে মুচড়ে,,,
ফেটে পড়ে বারবার।
প্রতিনিয়ত মনে প্রশ্ন জাগে,,,
"স্বাধীনতা,,,!তুমি কার"?

মুখে বলে চলি, মেনে চলো সবে__
রাম রহিম যে এক।
অথচ খুঁজে খুঁজে ফিরি, তাদেরই জন্য__
আলাদা জমির মাপ ।
আর কত বলি,,,,,
বুকে বড় ব্যথা, ঠুকে মরি মাথা,
পারিনা সইতে এ জ্বালা,
তবু হাসি মুখে মেনে নিয়ে সব,
পড়াতে হবে যে,পতাকায় মালা।
অন্তরে জমে হাহাকার,,,
নতুন প্রজন্ম কে কি দিয়ে যাবো আর,,,
শুধু রেখে যাবো এক কঠিন প্রশ্ন,,,,,
"স্বাধীনতা,,,,তুমি কার"?

পারো যদি পড়ে নিও,,
মহান বীরদের গাথা,
পরাধীনতার শিকল ঘোচাতে,,,
যাঁরা দিয়েছেন মাথা।
তাঁদের জীবনী সামনে রেখে,
এগিয়ে চলো তুমি,
জানি একদিন ঠিক গড়ে দেবে,,,
এক অধীনতা হীন ভূমি।
সেদিন মানবিকতার পতাকা
উড়বে নিরন্তর,
পেয়ে যাবে সবে, যত প্রশ্নের,,,
সঠিক উত্তর।
বন্ধ হবে জাতের লড়াই,,,
যত হিংসা দ্বেষ।
শত কন্ঠে ধ্বনিত হবে,,,,
আমার ভারত,স্বাধীন দেশ।।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com