Logo
logo

সাহিত্য / কবিতা

কবিতা - আগমনী

আছি তোমার অপেক্ষায় মা , সারাবছর ধরে ,
আসছো কবে মাগো আমার তোমার বাপের ঘরে ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
গরিব দেশের গরিব মানুষ , মনে আমরা নয়কো হীন
তুমি এলে মোদের ঘরে , জীবন মোদের হয় রঙিন ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
দিন তিনেকের ব্যাপার মোটে , আসবে হেথায় তুমি ,
আনন্দেতে মাতবো মোরা , ধন্য হবে ভূমি ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
মহা ষষ্ঠীর বোধনেতে হবে পুজোর শুরু -
অভিমানে তোর সোয়ামীর বাজবে ডোমোরু ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
সপ্তমীতে কলাবৌয়ের স্নানের আড়ম্বরে -
ধুম ধামেতে পুজোয় মাতি , আমরা সারম্বরে ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
মহাষ্টমীর পুন্য দিনে সন্ধি পুজোর ক্ষনে ,
প্রাণ সঞ্চার হবে মাগো বাঁধবী মোদের ঋণে ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
নবমীতে বুকটা মোদের হবে দুরু দুরু -
চলে যাবে মাগো তুমি , তারই হবে শুরু ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
তাইতো বলি নবমী নিশি , তোর যে দয়া নাই
সেই তো হোলি দুঃখের ভোর , করি হায় হায় -
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
দশমীর সেই দুঃখের দিন কেন চলে আসে
মাগো তোকে পাবো না আর সবসময়ে পাশে
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।
বলো দূর্গা মায় কি , আবার আসছে বছর
আশীর্বাদ করো সুখে থাকি সম্বৎসর ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com