Logo
logo

সাহিত্য / কবিতা

বর্ষার খেলা

প্যাচ প্যাচানি গরম কাটিয়ে এসেছে শেষে বর্ষা।
আকাশ এ মেঘের দল ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক।
ঝিরি ঝিরি বৃষ্টি পরছে অনর্গল!
পাড়ার কচি কাচারা মহানন্দে কাদা মেখে খেলে বেড়াচ্ছে আর মুখে বলছে গোল, গো -----ল!
কি মনোরম দৃশ্য!তা বলে বোঝানো দায়।
যেন তাদের আনন্দের সীমা নেই। মনে হচ্ছে হর্ষে বর্ষা নেমে এসেছে!
চারিদিকে জল থৈ থৈ করছে।
মাঠ ঘাট জলে ভরপুর।
মাছের দল খেলে বেড়াচ্ছে, মাঠের পর মাঠ ছুটছে দল বেঁধে।
এদিকে বলাই খুড়োর মাথায় হাত! বিঘা তিনেক জমিতে ধান বুনে ছিল, তা সব ডুবে গেছে বর্ষার জলে!
ছেলেপুলে দের নিয়ে এবার খাবে কি?
কপালে চিন্তার ভাঁজ!
কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না।
গিন্নি এসে সান্ত্বনা দিচ্ছে,তবুও কি মন মানে!
খুড়োর চিন্তার শেষ নেই।
পাঁচ ছেলে মেয়ের অন্ন যোগাবে কি ভাবে?
এ যেন এক বিষাদের বর্ষা নেমে এসেছে ধরিত্রীর বুকে।
শহর তলির মানুষজন খাচ্ছে নানান খাবার,
বৃষ্টির জলে ভিজছে গ্রামের চাষী, গরীব মানুষ,
উপায় নেই তাদের অন্যত্র চলে যাওয়ার!
এসেছে বর্ষা হচ্ছে বৃষ্টি, সকলেরই তা জানা।
অট্টালিকায় ধনীরা হর্ষে হাসে বর্ষায়,
ফুটপাথীদের মনে শুধু বিষাদের আনাগোনা।।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com