Logo
logo

সাহিত্য / কবিতা

স্বাধীনতার প্রতি

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় বিপ্লবীদের বিপ্লব,
তাদের আত্মত্যাগের কাহিনী শিরায় উপশিরায় সরব।
ইতিহাসের পাতায় জ্বলজ্বল আজ
দাসত্বের নাগপাশ থেকে মুক্তির স্বাদ।
নেপথ্যে কত বীরত্ব, সাহসিকতা, প্রতিবাদ, বলিদান
পঁচাত্তরের স্বাধীনতা দিবসের উদযাপনে বিপ্লবীদের জয়গান।
তেরঙ্গার ছত্রছায়ায় সুরক্ষিত সকল ভারতবাসী
বৈচিত্রের মাঝে শান্তি, সম্প্রীতি,ত্যাগের মহিমায় ভাসি।

তবু কেন আশঙ্কা এ মনে!
স্বাধীনতা কি সত্যি ভালো আছে এই ক্ষণে?
হিংসা, হানাহানি, রেষারেষির কবলে স্বাধীনতা
এ যে ভারতবাসীর অবক্ষয়, ব্যর্থতা।
রক্ষকই ভক্ষক... এ প্রবাদটি আজ প্রকট
সমাজে এর প্রভাব আজ ভীষণ রকম বিকট।

সময় এসেছে স্বাধীনতাকে বীরত্ব ও মমত্বে আগলে রাখার,
সময় এসেছে কষ্টার্জিত স্বাধীনতার প্রকৃত অর্থ বোঝার।
পঁচাত্তরের অঙ্গীকার হোক স্বাধীনতার কাছে,
দেশের জন্য প্রতিটি মানুষ প্রতিটি মানুষের পাশে আছে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com