Logo
logo

সাহিত্য / কবিতা

পরাধীন

আমাদের দেশ ১৯৪৭ সালে ১৫ আগস্ট স্বাধীন হয়েছিল। ৭৭ বছর হয়ে গেল দেশ স্বাধীন এর আগে আমাদের দেশ ইংরেজরা চালাতেন। আমাদের দেশ গোটা ভারতবর্ষ তখন ইংরেজরা চালাতেন ১৯৪৭ সালে ১৫ আগস্টের পর আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা পরাধীন থেকে স্বাধীন হয়েছি কিন্তু আমরা কি আদৌও কি স্বাধীন হয়েছি।

না, আমরা তখনোও স্বাধীন হয়নি আর এখনোও স্বাধীন হয়নি। প্রত‍্যেকটা মুহূর্তে আমরা পরাধীন। তখন ও লড়ে যেতে হয়েছে স্বাধীনতার জন‍্য আর এখনোও লড়ে যাচ্ছি। আমাদের প্রাপ‍্য আমরা কখনো পায়নি। এখন ও পণের জন‍্য অনেক বিয়ে ভাঙছে। মেয়েরা রাস্তায় বেড়োলে নিরাপদ না। এই যুগেও কালো ফর্সা রোগা মোটা নিয়ে আলোচনা হচ্ছে। কোন বাড়িতে কার মেয়ের বিয়ে হয়নি বাচ্চা হয়নি কার ছেলে এখনো বেকার হয়ে বসে আছে প্রত‍্যেকটা আলোচনা হচ্ছে। বেকার বলতে মনে পরলো এই বেকারত্বের সমস্যা দিনদিন আমাদের মধ‍্যে ছড়িয়ে পড়ছে। কত মানুষ ভেবেছে চাকরি পেলে বাড়ির জন‍্য কিছু করবে আবার নিজের সখ পূরণ করবে। কত মানুষের চাকরি হলে তার পরিবার একটু দাঁড়াবে ভাল থাকতে পারবে।

আমাদের দেশে মেয়েদের জন‍্য এখন প্রচুর আইন হয়েছে সবসময় তার কি সঠিক প্রয়োগ হয়েছে, মেয়েরা কি সবসময় সঠিক বিচার পেয়েছে আবার এই মেয়েদের আইনের উপর ছেলেরাও নির্যাতিত হয়েছে। কত মেয়ে এই আইনের অপব্যবহার করে কত ছেলেকে ফাঁসিয়েছে ছেলের পরিবার ভেসে গেছে।

আবার কত মানুষ মিথ‍্যা অপবাদে জেলে ঢুকছেন এমনকি ফাঁসি ও হচ্ছে তার সঠিক কারণ কারা করেছে এইসব পিছনেই থেকে যাচ্ছে। সঠিক বিচার কেউ পারছে না।

আমাদের সমাজে প্রথম লিঙ্গ ছেলেদের বলা হয় দ্বিতীয় লিঙ্গ মেয়েদের কিন্তু এর পরেও একটা লিঙ্গ থেকে যায় তৃতীয় লিঙ্গ। তারাও কি সঠিক বিচার পান? ট্রেনে বাসে রাস্তার প্রতি মুহূর্তে তারাও নির্যাতিত হচ্ছে। তারা নাকি প্রচুর টাকা পয়সা চান না দিলে অসভ‍্যতামি করেন কিন্তু কেন করেন তাদের এই রাস্তা ছাড়া আর উর্পাজনের আর কি কোন কিছু আছে? এখন তাদের অনেক সুযোগ এসেছে তাও তারা রাস্তায় বেড়োলে সমানে হাস‍্যকর হয়েছে।

আমরা যদি স্বাধীন হতাম তাহলে নিজের ইচ্ছামতো সবকিছুই করতে পারতাম। আমি বিশ্বাস করি মানুষের কোন ক্ষতি না করে পিছনে না লেগে যে যার ইচ্ছা মত জীবন কাটাতে পারে কিন্তু আমরা এত বছরের তা পারি নি। প্রত‍্যেক মানুষ কোনো না কোনো ভাবে পরাধীন। এইগুলো যখন ঠিক হবে তখনই আমরা স্বাধীন আর এই স্বাধীনতা দিবস পালন তখনই সার্থক হবে। তখনই আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে পারবো।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com