Logo
logo

সাহিত্য / কবিতা

প্রবন্ধ - কলঙ্কিত স্বাধীনতা

স্বাধীনতার প্রায় ৭৭ টি বছর পেরিয়ে গেছে, আমরা কি তাও স্বাধীন হতে পেরেছি? মুক্ত হতে পেরেছে কি?
আচ্ছা "স্বাধীনতা কি"? এর ব্যাখ্যা যদি করা যায় তাহলে আমার ভাষায় বলবো "স্ব+ অধীন অর্থাৎ নিজের অধীনে থেকে কিছু করা।
দেশ হয়তো স্বাধীন হয়েছে, আমরা কিন্তু আজও পরাধীন। আজও আমাদের পায়ে বেঁধে রেখে দিয়েছে পরাধীনতার শিকল। সেই শিকল ভেঙে বেড়িয়ে আসতে মানুষ কিছুতেই পাচ্ছেন না। আচ্ছা মানুষ কবে স্বাধীনতা পাবে? কবে সে বলতে পারবে মুক্ত পাখির মত আমি খোলা আকাশে উড়তে চাই।
মানুষ পরাধীনতার জালে আবারও ঢেকে যাচ্ছে। সমাজ পরিস্থিতি, সময় মানুষকে আবারও পরাধীনতায় জর্জরিত করছে।
নারী পুরুষ নির্বিশেষে কেউ আজ স্বাধীন নয়। মা তার বাচ্চাকে (ছেলে হোক বা মেয়ে) বিদ্যালয়ে শিক্ষার জন্য পাঠানোর পরে চিন্তিত থাকেন; আমার বাচ্চাটি বিদ্যালয়ের সুরক্ষিত তো?
বাবা মা মেয়ের বিয়ে দিলে চিন্তিত থাকেন পরিবারটি ভালো, কিন্তু মেয়ে সেখানে স্বাধীন ভাবে থাকতে পারবে তো?
স্বাধীনতা বলতে উৎশৃংখল জীবনযাপন করা নয়, স্বাধীনতা বলতে মদ্যপ অবস্থায় রাস্তায় মেয়েদের উত্তপ্ত করা নয়,স্বাধীনতা বলতে মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালানো নয়,স্বাধীনতা বলতে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে ছোট করা নয়।
স্বাধীনতা হলো এমন একটি জিনিস; এটি অর্জন করতে গিয়ে ২০০ টা বছর রক্ত ঝড়াতে হয়েছে আমাদের পূর্বপুরুষদের। স্বাধীনতা হলো রাতের অন্ধকারে নিরাপদ ভাবে চলা, স্বাধীনতা হলে ক্ষমতার অপব্যবহার না করে মানুষকে যোগ্য সম্মান দেওয়া, স্বাধীনতা হলো দিন দুঃখী মজুরদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনটাকে সুখময় করে তোলা।
আমি নিজেকে স্বাধীন বলতে পারিনা, কারণ রাতের অন্ধকারে চলতে গেলে ভয় পাই, ক্ষমতাশালী মানুষদের ক্ষমতার নিচে কথা বলার মত স্বাধীনতা হয় না আমার।তাই তো আমি স্বাধীন নই।
কবে বুক ফুলিয়ে বলতে পারব আমি স্বাধীন; রাতের অন্ধকারে রাস্তায় চলতে গেলে ভয়ে পিছনে ফিরে তাকাতে হয় না।
হ্যাঁ আমি স্বাধীন, ক্ষমতাশালী মানুষদের পাশে পাই বিপদে,
হ্যাঁ আমি স্বাধীন প্রশাসন ন্যায় সঙ্গতভাবে কাজ করছে।
হ্যাঁ আমি স্বাধীন, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আজ বিদ্যালয়ের সুরক্ষিত।
হ্যাঁ আমি স্বাধীন, ছেলে মেয়ে উভয়ই তাদের কর্ম জগতে নির্দ্বিধায় কাজ করতে পারছে।
এইরকম একটি ভোর চাই যে ভোরটায় মানুষের সমস্ত দুঃখ, গ্লানি মুছে মানুষ নিজের পরাধীনতার শিকল ছিড়ে স্বাধীনভাবে বলতে পারবে আকাশে ওড়া একটি পাখির মতো আজ আমি স্বাধীন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com