Logo
logo

সাহিত্য / কবিতা

আধুনিক কবিতা - প্রার্থনা

চড়কের বাজনা দিয়ে
শেষ হল একটি বছর।
পয়লা বৈশাখ ;
করল শুরু নববর্ষ।
নববর্ষের নব প্রভাতে
নব চেতনা হোক
সকলের অন্তরের।
ঈশ্বরের নিকট
রইল আমার প্রার্থনা ,
উজ্জ্বল দীপ্তিময়
রবিকিরণে উঠুক ভরে
নববর্ষের প্রতিটি প্রভাত।
পাখির কুজনে ,
ফূলের সুবাসে
ভরে যাক
আকাশ বাতাস।
নব কিশলয়
আন্দোলিত হোক
খুশির হাওয়ায়।
পুরনো বছরের
যত দুঃখ বেদনা
বিদ্বেষ সকল ভুলে
নববর্ষ হোক আনন্দময়।।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com