তুমি আসবে বলে
সেদিনের সন্ধ্যে গুলো ছিল বহু পুরোনো
নীলচে আলোয় কয়েকটা অতীত
আজও বেঁচে আছে
আতস কাঁচের তলায় এক অদ্ভুত গোলাপী আভা
সে আলোর সবটুকু ই আমার চোখ জুড়ানো ...
তবু ও আমার গভীর অপেক্ষা
নববর্ষ তোমার জন্য
চোখের তারায় ঠিকরে পরা
ভোরের আলো
জানি তুমি মুছে দেবে সবটা ছায়াঘেরা নিকষ কালো
আবার সেই চেনা হলুদ আলো
একটু একটু করে গায়ে মাখছি
তোমার আসার পথের নুড়িপাথর
একটা একটা করে সরিয়ে রাখছি
তুমি আসবে সেই মোরাম বিছানো পথে নববর্ষ
মরচে পড়া বিকেল গুলো সেজে উঠুক তোমার আঙ্গিকে
সুরে সুরে বেজে উঠুক বাঁশি
ঝংকার উঠুক জীবন বীনায়
নববর্ষ তোমার জন্য ....
আমিও আছি তোমার আলোর ছটায় স্নাত
অলংকৃত আভরনে আবৃত বসনে
নতুন সূর্য নতুন দিনের জয়গান
বেজে উঠুক বিনা ছন্দে ছন্দে
অঙ্গনে অঙ্গনে ...
আমার গোলাপ ফুলের অর্ঘ্য রইলো নববর্ষ তোমার জন্যে
আবার আসবো ফিরে আলোকবর্ষ পরে এই অরণ্যে!