Logo
logo

সাহিত্য / কবিতা

কবিতা - নবীন বরণ

ধূলোর ধ্বজা উড়িয়ে চৈত্র শেষে
সে আসে তপ্ত রোদে রুদ্র বেশে   |
বাতাসের গায়ে গায়ে তীব্র হাহাকার
পাতায় পাতায় শোনা যায় গুঞ্জন
পুরাতন আর নতুনের সন্ধিক্ষণ
নববর্ষের আগমনে বর্ণিল আয়োজন  |
নতুন পোশাকে রকমারি ভোজনে
হালখাতা,মিষ্টিমুখ, অতিথি আপ্যায়ন 
উল্লাসে মাতোয়ারা বৈশাখী পার্বন     |
প্রলয়ের দেবতাকে বলি সমূহ বিনাশ থেকে
সৃষ্টিকে রেখো তুমি  চিরকাল অক্ষত
মাঠেঘাটে ছড়ানো সংসারী মায়া
শিকড় আকড়ে থাক ভালোবাসার ছায়া   |
ধ্বংসের মাঝে শুরু নবীন বরণ পালা
শুধু বলি শুভ হোক ,শুভ হোক ,সবার
ঐতিহ্য জুড়ে থাক বাঙালির অহংকার    ||

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com