Logo
logo

সাহিত্য / কবিতা

গদ্য কবিতা : বর্ষবরণ

পুরানো বছরের অবসানে নতুন বছরের সূচনা ঘন্টা বাজে।
প্রচন্ড গরমের সাথে চৈত্র সংক্রান্তির শেষে বাংলার নতুন বছর আসে।
বৈশাখ মাসের প্রথম দিনটি আমাদের কাছে নববর্ষ, এই নতুন বর্ষকে বরণেই সকলের মনে এত হর্ষ।
এই বর্ষের আগমনে সকলের মনেই আনন্দের বন্যা, কত আবেগ কত অনুভূতি জড়িত থাকে, তা, সবাই জানে না।
পুরানো সব কিছুকে বিদায় জানিয়ে নতুন বছরকে এক নতুন আশায় আহ্বান জানানোর আশে।
সে যেন আকাশে বাতাসে ও নতুনের স্বপ্ন নিয়ে আসে।
নতুন সাজসজ্জা, বস্ত্র, খাওয়াদাওয়া, বেড়ানো, আড্ডায় মন ভাসে।
জাতি ভেদের গন্ডি পেরিয়ে সকলে একসাথে নতুন বছর কে আলিঙ্গনে দিশেহারা।
উৎসব আনন্দ, মেলা, পিঠে, নবান্ন, গাজন , নাচে গানে উল্লাসিত হোক এ ধরা।
হালখাতার মিষ্টি প্যাকেট নিতে হোক না দোকানে দোকানে
ভীড় ছুটুক না মানুষ ত্বরা।
খুশির জোয়ারে ভাসুক এই উৎসব, সার্বজনীন উৎসব এ যে প্রতিটি বঙ্গ সন্তানের কাছে।
আমি বাঙালি বাংলা আমার ভাষা তাই তো আমার কাছে গর্ব
এই বাংলার নববর্ষ।
সকলে বলি পুরাতনের সব রোগ, ব্যধি, গ্লানি প্রখর রোদে পুরে নতুন করে পৃথিবী সাজুক।
সেই পৃথিবীরে স্বাদর আমন্ত্রণ, তবে প্রশ্ন জাগে মনে সত্য কি সব পুরাতন কে ভুলতে পারি আমরা সব সময়।
মনে থাকে সে বসে যতনে, তবু দিন রাতের মতই পুরাতনের যাওয়া ও নতুনের আগমন চলে।
বরণ করতেই হয় তাকে সব কিছু আমাদের ভুলে।
যেগুলো আমাদের থেকে সত্যি চলে গেলে আরও ভালো, সেই হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, অহংকার, লোভ, নিপাত যাক মনে জাগুক নতুন আলো শুভ বোধের।
নববর্ষের মঙ্গলঘট স্থাপনে এই কামনা করি ,সকলের মঙ্গলের তরে যেন সদা সময় সকলে দিতে পারি।
এই ভাবেই নতুনেরে করি দুহাতে বরণ , নতুন হোক নতুন উদ্দাম ও উল্লাসে ভরা এ অন্য এক মন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com