Logo
logo

সাহিত্য / কবিতা

পয়লা বৈশাখ

চৈত্র মাসের চলে যাওয়ায় আসে বৈশাখ
পিছনে ফেলে আসে সকল দুখেররাশ
চারিদিকে প্রকৃতির নব নব সাজ
বৈশাখ নিয়ে আসে আনন্দের উল্লাস ।

ঝুল ঝাড়া , আর্বজনা , জঞ্জাল যত
দূর করে ফেলে দাও নোংরা জিনিসপত্র ।
একরত্তি নোংড়া নাহি থাকে ঘরে
বারিধারা ধুয়ে দেয় সকল অঙ্গনে ।

নতুন সাজে মেতে উঠে সকলের মন
আনন্দ ধারা ধুয়ে দেয় সকল প্রাঙ্গন ।
চড়কের ঢাক , ঢোল বাজে ময়দানে
জনতা ভীড় করে জিনিসপত্র কেনে ।
মাটির পুতুল , কাঠের বাঁশি, জিলিপি আর গজা
কত শত দোকান বসে দোলনা আর মেলা ।

গাছে গাছে শুকনো পাতা খসে খসে পরে
নতুন কচি পাতা গজায় সকল বনে ।
শিমুল গাছে ফুল ফোটে টিয়া পাখি বসে
সুন্দর সমারহে প্রকৃতি জাগে বাতাসে ।

দোকানে দোকানে নতুন পাতায় নাম উঠে আসে
হাল খাতা খুলে পাতায় পাতায় ভরে ।
তার সঙ্গে নানা উপহার আর সরবত
খাইয়ে দেয় মিষ্টির প‍্যাকেট সবাই করে অর্জন ।

এইদিনটা চলে যায় জলের স্রোতের ন‍্যায়
আবার অপেক্ষা পরের বছরের তরে
বহু বছরের এই আনন্দ এসে চলে যায়
নতুন ভাবে আবাহন জানায় আনন্দধারায়

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com