Logo
logo

সাহিত্য / কবিতা

বৃষ্টি ভেজা অন্তিম আলিঙ্গন

'বিশ্বাস' ! শব্দটা আজ বড্ড অচেনা লাগে,
বর্ষার শেষ ফোঁটা, ক্লান্ত আকাশে ভেসে থাকা সে যেন এক নিঃশব্দ জলকণা,
মাটির বুকে সে নিঃশেষিত, রেখে যায় একরাশ বৃষ্টির ভেজা গন্ধ।
আমি বদলে গেছি? নাকি সেই হল ভিন্ন?
তার রূপান্তর ঘটেছে কি কোন ভাবে,
নাকি সে হারালো অজানার বন্যাতে, অজানা ছায়ায়?
একদিন তো সেই ছিল স্বচ্ছ জলধারা,
কিন্তু কেন আজ সে আমার কাছে এত অচেনা, অধরা?
যাকে ঘিরে গড়েছিলাম ভালবাসার প্রাণের বসত, বেঁচে থাকতে চেয়েছিলাম তার হাত ধরে, তাকেই ঘিরে,
আশা ভরসার ডালপালা কে করেছিলাম বিস্তৃত, বর্ষার ছায়ায়, বৃষ্টি ভেজা ঘাসে লুটোপুটি খেয়ে ছুঁয়ে দেখেছিলাম তাকে,
মানুষের ভিড়কে বেঁধেছিলাম এক বন্ধন সূত্রে,
মনের নির্ভরতাই ছিল যে সেখানে মুখ্য!
বৃষ্টিভেজা ভালবাসায় বিশ্বাসকে সঙ্গে নিয়ে আদরে মাখামাখি হয়েছিলাম সেদিন,
সেই ছিল আমার আশ্রয়।
কিন্তু সেই "বিশ্বাস" করল আজ প্রতারণা রচনা!
ধোঁকা দিয়ে পাশ কাটিয়ে চলে গেল সে কাদামাটির পথ বেয়ে ---
কার হাত ধরে? কিসের সন্ধানে?
একরাশ ভিজে হাহাকার সে রেখে গেল পেছনে গহন অন্ধকারে,
কতদিন আগলে রাখবো তাকে? ভয় আর শঙ্কায় আঁকড়ে জড়িয়ে রাখব তাকে বুকের মাঝে?
সে তো নিঃশব্দে সরে যাচ্ছে ধীরে ধীরে,
ম্লান হচ্ছে তার রূপ উপস্থিতি,
শ্রাবণের ভেজা বিকেলে সে আজ নিঃস্তব্ধ,নির্বাক, তবুও শেষবারের মতো তাকে আঁকড়ে ধরে রাখতে চাই,
শেষ আশায়, শেষ বার্তায়, আঁকড়ে ধরি তাকে ব্যাকুল ব্যথায়। বর্ষার রাতের মত নিঃসঙ্গ এক আলিঙ্গনে।
নিজের অনুভবে, প্রাণের গভীরে, অস্তিত্বের আবেগে জড়িয়ে তাকে বেঁধে রাখতে চাই নীরব ছায়াতে।
কিন্তু, আজ সে যেতে চায়, বুঝে গেছি আমি, তাকে যেতে দিতে হবে,
বর্ষার মতই সে আসবে, যাবে, মিলিয়ে যাবে। ছেড়ে দিতে হবে, থামিয়ে রাখতে পারব না তাকে বাঁচিয়ে।
আজ শুধু চলে যাবার সময় সে বলে গেল, শিখিয়ে গেল নিঃশব্দে, "আমাকে ভালোবাসো, বিলিয়ে দিও না সকলের মনের মাঝে,
বিশ্বাস সবার জন্য নয়, তা কেবলমাত্র কিছুজনের মনের, হৃদয়ের,
বিশেষ কিছু হৃদয়ের মাঝেই সে চিরজীবন অমলিন হয়ে বেঁচে থাকে, বেঁচে থাকতে চায়, শুধু তাদের জন্যই।
প্রতিটি মাটি যেমন পায় না প্রাণের প্রথম বৃষ্টির ছোঁয়া,
তেমনি কিছু হৃদয়ে জেগে থাকে বৃষ্টি ভেজা বিশ্বাসের সুর,ভালোবাসার আর্দ্রতা।
আমাকে যত্ন করে রেখো সেই হৃদয়েই,
যেখানে বৃষ্টি থামলেও মাটি ভিজে থাকে, আমি বেঁচে থাকি ভেজা সুরে সিক্ত হয়ে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com