কবিতা - প্রথম দেখা
শ্রাবণের সেই বৃষ্টি ঝরা সন্ধ্যা,
যেদিন হল তোমার আমার প্রথম দেখা,
তুমি ছিলে দাঁড়িয়ে
স্টেশনের পাশে চায়ের দোকানে।
বান্ধবীদের মাঝে গল্পে মেতে
যাচ্ছিলাম পথে সবার সাথে।
হঠাৎ নামল বৃষ্টি মুষলধারে,
অগত্যা দাঁড়ালাম সেই চায়ের দোকানে।
অঝোরে পড়ছে বৃষ্টি
ঝাপসা চারিদিক
তারই মাঝে তোমার
অপলক দৃষ্টি
আমার হৃদয়ে দিয়ে গেল
বিদ্যুতের ঝলকানি।
বয়ে গেল ঝড়
হল দুই হৃদয় তোলপাড়।
ধীরে ধীরে থামল বৃষ্টি
শান্ত হল চারিদিক।
বৃষ্টি ভেজা প্রথম দেখা
আজ পরিণত ভালোবাসা।।