Logo
logo

সাহিত্য / কবিতা

তোমার ছোঁয়ায় বর্ষা

মেঘ করে আসে,
তুমি ভাবো আমাকে।
এক ফোঁটা বৃষ্টি,
তোমার নাম লেখে।

তোমার নিঃশ্বাসে,
ভিজে ওঠে বাতাস।
চোখে জমে জল,
প্রেমের ইতিহাস।

হাত ধরলে তুমি,
বর্ষা থেমে যায়।
তোমার এক চুম্বনে,
ঝড়ও গান গায়।

আমরা দুজন,
একটা ছাতার নিচে।
ভিজে যায় হৃদয়,
চোখের পলকে।

তুমি আকাশ,
আমি সেই ধরা।
তোমার প্রেমে,
ঝরে আমার বর্ষাধারা।

নিঃশব্দ সন্ধ্যায়,
তুমি যখন কাছে,
বাকি জগৎ যেন
ধুয়ে যায় এক পাশে।

আমরা দুজন,
একটা গল্পের ভেতর।
কোনো কথা না বলেও,
তুমি বললে,
" আমি আছি, আমি আছি।"

শব্দহীন সেই প্রতিশ্রুতি,
বৃষ্টির মতোই সত্য।
ভেজা আঙুলে ধরা ছিল
ভালোবাসার অর্থ।

বৃষ্টির পর্দা পেরিয়ে,
চোখে চোখে গল্প লেখা।
কোনো কবিতার পংক্তি নয়,
সেই তো ছিল আমাদের দেখা।

চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে,
তুমি হেসে বলো কিছু না।
তবুও প্রতিটি হাসির ফাঁকে
আমার জন্য থাকে কথা।

তুমি যদি চাও,
এই বৃষ্টি থামুক না আর।
আমরা থাকি এভাবেই,
ভিজে যাক প্রহর বারংবার।

আমরা দুজন,
একটা ছায়ার নীচে।
ভিজে যাই নিঃশব্দে,
ভালোবাসার ছন্দে।

তুমি আকাশ,
আমি তোমার ওই মাটি।
তোমার প্রেমে গড়ে ওঠে
আমার জীবন-আকাশভূমি।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com