প্রথম প্রেম
মনের ঘোরে কিসের টানে
চেয়ে দেখি আকাশ পানে,
সাদাকালো মেঘের হুড়োহুড়ি
ঝরবে কে যে তাড়াতাড়ি।।
ঘন কালোমেঘে ছায় যে আকাশ
মুখ গোমড়া করে যে বাতাস
বুঝি জলদ মেঘের পাল্লা ভারী
সহসা ঝরিয়ে দিলো অঝোর বারি।।
বৃষ্টি জলে ভাসে শহর
আজ তোমার কথাই মনে আসে
সবুজ পাতায় জলের ফোঁটায়
হারানো প্রেমের চিঠিরা ভাসে।।
আবেগী প্রেমের রঙীন আঁচল,
মেলে ধরি খোলা জানালায়
আজ বৃষ্টি ঝরা শাওন দিনে
হৃদয়ে প্রথম প্রেমের স্মৃতি জাগায়।।
কোথা যে উধাও হল মন আমার
কিছু সময়ের তরে,
দৃশ্য পটের বদল ঘটে
ফিরে যায় সেই জীবনের পরে।।
এমনই এক বৃষ্টি দিনে
ঝাঁকড়া এক বকুল গাছের তলে,
দুটি প্রেমিক মন দাঁড়িয়ে ছিল,
কিছু কথা বলার ছলে।।
টুপটাপ পড়ে জলের ফোঁটা
সেই দুটি মন আবেশে ভরা,
সহসা মেঘের বজ্র ডাকে
ভয়ে তোমাকে জড়িয়ে ধরা।।
সবুজ মনের অবুঝ কথা,
শুধু বুঝি দুজনে,
ভালোবাসার প্রথম প্রকাশ,
জাগে যে মোদের মনে।।
বর্ষা আমার প্রথম প্রেমের,
প্রথম কদম ফুল,
বর্ষা আনে জীবন খাতায়
যত অগোছালো ভুল।।
বৃষ্টি ভেজা মন যে আমার,
শুধু তোমাকেই চায়।
থমকে দাঁড়ায় জীবন পথে,
বুঝিবা কিছু হারায়।।
তবুও জানি বর্ষায় এ মন,
ভরসা রাখে প্রাণে।
কোনও একদিন প্রেমের বন্যা হয়ে,
ফিরে আসবে তুমি এ মনে।।
তোমার বলা"কিছু কথা"__
আজও আমি ভুলিনি।
মন মোড়কে মোড়া উপহার,
আজও আমি খুলিনি।।
এখনও বৃষ্টি হলে তোমার কথা,
শুধুই মনে পড়ে,
জানি আর কখনও পাবো না দেখা
"প্রথম প্রেমের "মুকুল গেছে যে ঝরে।।