Logo
logo

সাহিত্য / কবিতা

মেঘ বলেছিল যে আমায়

মেঘ বলেছিলো, একদিন যাব তোমার দেশে
উড়িয়ে বাতাস ঘন নীল-সাদা চাদরে ভেসে,
কষ্ট গুলো নাড়িয়ে দেবো বৃষ্টি হয়ে শেষে
মনের জানলা খুলে দেবো তোমার কাছে এসে।।

সুখের নীড় সেতো হল না আর গড়া
অশ্রু সজল নয়নে ফিরেছি বারবার নিজ স্রোতে,
ভাঙা-গড়ার সৃষ্টি - বিনাশের এই খেলায়
বর্ষায় এসে নামলো যখন আঙিনাতে।।

নীল আকাশের মাঝে খুঁজি তোমায় বারংবার
কোথায় তুমি হারিয়ে যাও পাই না যে সেকূল,
তবুও কোন আশায় মন বাঁধি সকাল - সাঁঝে
বরিষ ধারায় রিক্ত -সিক্ত মন হয় যে ব্যাকুল।।

বলেছিলে ফিরবে তুমি বছর খানেক পর
নীল চাদরের ভেলা দেখে অপেক্ষায় দিন গুনি,
মেঘের ভেলা সরিয়ে যখন বৃষ্টি আছড়ে পরে
নয়ন দুটি ভাসে অশ্রু জলে বজ্রের তান শুনি।।

মেঘ বলেছিলো, একদিন আসবে আমার দেশে
স্বপ্ন জ্বাল কত বুনেছি নীল চাদরের ভেসে,
সব হারিয়ে কষ্টগুলো আজও আঁকড়ে আছি বুকে
ভেঙে যাওয়া স্বপ্ন গুলো খুঁজেছি তোমার মাঝে।।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com