Logo
logo

সাহিত্য / কবিতা

বর্ষাকাল ও প্রেম

বর্ষাকাল তারুণ্য, আবেগ নতুনত্বের প্রতীক, যা প্রেমের অনুভূতি জাগায়।বর্ষা এবং প্রেম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্ষাকালের প্রকৃতির সবুজ রং প্রেমকে আরও গভীর করে তোলে। এই সময়ে প্রকৃতির সৌন্দর্য এবং বৃষ্টির শান্ত মেজাজ প্রেমিক ও প্রেমিকাকে আরও মধুর করে তোলে। যখন বৃষ্টি থেমে যায়, তখন প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে। এই সময়ে প্রেম আরও গভীর হয়, এবং নতুন করে ভালোবাসার অনুভূতি জাগ্রত হয়। রূপ বৈচিত্র্যে বর্ষা অতুলনীয়। বর্ষা বাঙালীর প্রেমের ঋতু। বর্ষা মানব মনে সঞ্চার করে এক উদ্ভাসিত করে অনন্ত সৌন্দর্য্য।স্নিগ্ধতা, কদম ফুলের সুবাস, ময়ূরের পেখম মেলা এবং প্রকৃতির সবুজ এই সবকিছুই প্রেম এবং রোমান্সকে আরও গভীর করে তোলে।
বর্ষা এবং প্রেম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বৃষ্টির দিনে প্রকৃতির যে শান্ত ও স্নিগ্ধ রূপ দেখা যায়, তা প্রেমিকের মনকে আরও নরম করে তোলে। কবি-সাহিত্যিকরা তাদের লেখায় বর্ষার এই রূপকে প্রেমের অনুভূতির সাথে তুলনা করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে ও কবিতায় বর্ষার সৌন্দর্য ও প্রেমের গভীরতা ফুটিয়ে তুলেছেন। তার লেখায় বর্ষা যেন প্রেমের দূত হয়ে আসে, যা প্রকৃতির শান্ত ও স্নিগ্ধ রূপের সাথে সাথে মানুষের মনের গভীরেও প্রেম ও ভালোবাসার ঢেউ তোলে।
বর্ষা-পরবর্তী সময়ে, যখন বৃষ্টি থেমে যায়, তখন প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে। এই সময়ে প্রেম আরও দৃঢ় হয়, এবং নতুন করে ভালোবাসার অনুভূতি জাগ্রত হয়। বর্ষা এবং প্রেম একে অপরের পরিপূরক। বর্ষার সময়ে প্রকৃতির সৌন্দর্য এবং বৃষ্টির শান্ত মেজাজ প্রেমকে আরও মধুর করে তোলে।
বৃষ্টির দিনেসাথে স্নিগ্ধতা
বেলি,জুঁই,হাসনুহানা,কদম ফুলের সুবাস ও ময়ূরের পেখম মেলা নৃত্য এই সবকিছুই প্রেমকে আরও গভীর করে তোলে।
রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে ও কবিতায় বর্ষার সৌন্দর্য্য ও প্রেমের গভীরতা ফুটিয়ে তুলেছেন। তার লেখায় বর্ষা যেন প্রেমের দূত হয়ে আসে, যা প্রকৃতির শান্ত ও স্নিগ্ধ রূপের সাথে সাথে মানুষের মনের গভীরেও প্রেম ও ভালোবাসার ঢেউ তোলে।
বর্ষা-পরবর্তী সময়ে, যখন বৃষ্টি থেমে যায়, তখন প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে। এই সময়ে প্রেম আরও দৃঢ় হয়, এবং নতুন করে ভালোবাসার অনুভূতি জাগ্রত হয়। বর্ষা এবং প্রেম একে অপরের পরিপূরক। বর্ষার সময়ে প্রকৃতির সৌন্দর্য এবং বৃষ্টির শান্ত মেজাজ প্রেমকে আরও মধুর করে তোলে।তুমি আর আমি হেঁটে ছিলাম দূর বহু দূর। ঘন কালো মেঘ মিশে যায় তোমার সেই দীর্ঘ কেশে।হঠাৎ ঝড়ো হাওয়া উড়ে যায় কোন দেশে।তুমি আমি মিলে প্রাণ খুলে ভালোবাসি।এই রকম একটি দিনে মহুয়া আর স্মিত
হেঁটে চলেছে। হঠাৎ কোথা থেকে ঘন কালো মেঘ একটা দুরন্ত বেগে ছুটেএলো মেলো ঝড় উঠলো।একটু কাছেই বাড়ুজ্যে বাড়ি প্রচুর ফুলের ভরা নানা ফুলের সমারোহ। সেই বাড়ীর দরজার পাশে স্মিত আর মহুয়া এসে দাঁড়ালো। এলোমেলো হওয়ায় ওর মুখের উপরে এসে পরতে লাগলো মুষল বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি মহয়ার মুখে এসে পড়তে লাগলো। স্মিত? এক দৃষ্টিতে মহুয়াকে দেখতে লাগলো। মহুয়া স্মিতের থেকে এক শ্রেণী নিচুতে পড়তো। ছোট থেকেই খুব ভালো বন্ধু ছিল। দুজনের পিতা ছিলেন কলকাতা অধ্যাপক। মহুয়ার বাবা ছিলেন কলকাতার আশুতোষ কলেজের অধ্যাপক, আর অমিতের বাবা ছিলেন কলকাতা সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক। তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল গভীর। ওই রকম বৃষ্টির মধ্যে সন্ধ্যা হয়ে আসতে লাগলো। দুই বাড়িতেই চিন্তা করছিলো। এ দিকে সেই মাধবীলতার গাছটির নিচে দাঁড়িয়ে পিঠে পিঠ ঠেকিয়ে গল্প করছে। অমিত আপন মনে কবিতা বলে যাচ্ছে, শ্রোতা মহুয়া মনোযোগ সহকারে শুনচ্ছে। হঠাৎ একটা বিদ্যুতের ঝলক বয়ে গেলো। স্মিত আর থামতে পারলো না মহুয়ার খুব কাছে এলো মহুয়ার কপালের চুল গুলো সরিয়ে একটা ভালোবাসার চুম্বন এঁকে দিলো। মহুয়ার সারা শরীরে একটা শিহরনের বিজলী খেলে গেলো।অত্যন্ত কাছে টেনে নিলো। দুজনেই প্রকৃত ভালোবাসা অনুভব করলো। মাধবী গাছের থেকে বৃষ্টিতে প্রচুর ফুল মাটিতে পরে রয়েছে। সেই ফুল যেন চাদর বিছিয়ে দিয়েছে। স্মিত মহুয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাঁর কবিতা বলে চলছে, আর মহুয়া এক মনে মনোযোগ সহকারে শুনতে লাগলো। কিছুক্ষন পরে বৃষ্টি থমলো এগিয়ে চলল বাড়ীর পথে। স্মিত একটু এগিয়ে দিলো। সারা রাত দুজনের চোখে ঘুম নেই। বৃষ্টির শীতল হাওয়া বাইরে বইছে। কখন যে সকাল হয়ে গিয়েছে। একে অপরের কথা ভেবেই চলেছে। দুজনে দুজনেই ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে কিছুদিন সময় অতিক্রান্ত হওয়ার পরে দুজনেই আবার সেই সুরেন্দ্রনাথ কলেজেই অধ্যাপনার কর্মে নিযুক্ত হন। এর প্রায় দেড় বছরের মধ্যে দুই পরিবার মহা আনন্দে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরে আবার যখন বৃষ্টি এলো তখন বাড়ীর তিন তোলার ছাদে প্রচুর ফুলের সমারোহ আবার নতুন করে নব দম্পতি ভিজে মনের আশা পূর্ণ করলো। তাঁরা আজও আমার মনের অত্যন্ত আদর্শে।বর্ষা মানেই আনন্দ, প্রেম,নানান ফুলের সুভিত গন্ধ বিরাজ মান করে।ছয় ঋতুর মধ্যে বর্ষা অনবদ্য।।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com