Logo
logo

সাহিত্য / কবিতা

গদ্য কবিতা বিভূতি মেঘ

বিভূতি মেঘ ভাসে আকাশের গায়ে গায়ে
দুর্গার হাত ধরে দোল খায় কাশবন
কলমি, ওলের ঝাড়ে বউ কথাকও পাখি
শিউলি বনে ' পথের পাঁচালি ' আর অপুদের ছবি
শৈশব জুড়ে আম আঁটির  ভেঁপু -- খেলনা কড়ি
দূরে অনেক দূরে চলে যায় ঝিক ঝিক গাড়ি  ।
মাটি মাখা জীবন জুড়ে অভাব আক্ষেপ
ভেসে ওঠে ' পুঁই মাঁচা ' ' তাল নবমী ' ' ইছামতী '
এক মুঠো ভাত নেপাল আর গোপালের খিদে
গ্রাম জুড়ে ভুড়িভোজ পিসিমার অবিচার
নিরুপায় সর্বজয়া হরিহরের সংসার    ।
সাদামাটা জীবন কাটিয়ে আজ বড় একা লাগে
মনে পড়ে তিন ব্যাটারির একটা রেডিও ঘিরে
যৌথ পরিবারে কতো আনন্দের স্মৃতি
বীরেন্দ্র কৃষ্ণের মহিষাসুরমর্দিনী ---
মহালয়ার ভোরে শোনাতো আকাশবাণী ।
ধূপের গন্ধ , ঢাকের শব্দ ,ফল, ভোগের খিচুড়ি
বাগানের কচি কচি পুঁই ডগা চচ্চড়ি
উৎসব পার্বনের দিনে ভারাক্রান্ত মন
না - পাওয়ার শোক ঘিরে জীবনের আয়োজন
অটুট থাক অপু- দুর্গাদের স্নেহের বন্ধন   ।।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com