Logo
logo

সাহিত্য / কবিতা

গদ্য কবিতা - আমার আর্জি

যেদিন শাখে শাখে জেগেছিল রঙিন বসন্ত
কয়েক দিনের সূর্যের আলোকরশ্মির প্রখর তাপ এসে
দগ্ধ দিনের আকণ্ঠ পিপাসা
মাঠ ঘাট বৃক্ষরাজি উত্তাপে অস্থির।
চাতকের ফটিক জল ফটিক জল,
প্রকৃতির রুদ্ররূপ চারিদিকের
গাছপালা সব ধূমরো রঙের।
ক্লান্ত শিশু ঘুমায় মাতৃ ক্রোড়ে
চারিদিকে বেলি, জুঁই, মাধবী লতা, কৃষ্ণচূড়া ফুলের গন্ধ আমার ডালিভরে।
সারা রাত থাক এমনভাবেই ফুলের ডালি।
কোন এক দমকা হাওয়ায় সব ফুল
যেন না হারিয়ে যায় ডালি থেকে।
চাইনা নতুন কাপড়, চাইনা নতুন খেলনা
চাইনা মারামারি, চাইনা ধর্মীয় ভেদাভেদ,
চাই এক সুষ্ঠ সমাজপরিকাঠামো,চাই নির্ভিক সমাজ
চাই এক সুস্থ মানবতা, চাই এক সুষ্ঠ মানবিকতা।


যেদিন শাখে শাখে জেগেছিল রঙিন বসন্ত
কয়েক দিনের সূর্যের আলোকরশ্মির প্রখর তাপ এসে
দগ্ধ দিনের আকণ্ঠ পিপাসা
মাঠ ঘাট বৃক্ষরাজি উত্তাপে অস্থির।
চাতকের ফটিক জল ফটিক জল,
প্রকৃতির রুদ্ররূপ চারিদিকের
গাছপালা সব ধূমরো রঙের।
ক্লান্ত শিশু ঘুমায় মাতৃ ক্রোড়ে
চারিদিকে বেলি, জুঁই, মাধবী লতা, কৃষ্ণচূড়া ফুলের গন্ধ আমার ডালিভরে।
সারা রাত থাক এমনভাবেই ফুলের ডালি।
কোন এক দমকা হাওয়ায় সব ফুল
যেন না হারিয়ে যায় ডালি থেকে।
চাইনা নতুন কাপড়, চাইনা নতুন খেলনা
চাইনা মারামারি, চাইনা ধর্মীয় ভেদাভেদ,
চাই এক সুষ্ঠ সমাজপরিকাঠামো,চাই নির্ভিক সমাজ
চাই এক সুস্থ মানবতা, চাই এক সুষ্ঠ মানবিকতা।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com