Logo
logo

সাহিত্য / কবিতা

বৈশাখী হাওয়ায়

হাওয়ায় হাওয়ায় এসে হাজির বৈশাখ,
চৈত্রের গরমে একঝলক ঠান্ডার স্বাদ,
রোদ গরমে ঘেমে যখন নাজেহাল,
কাঁচা আমের সুবাস বয়ে আনে বৈশাখ,
মনটা জুড়িয়ে যায়।

হঠাৎ আসা কালবৈশাখী ঝড়ের তান্ডবে,
মাটির সোঁদা গন্ধ,চারিদিক লন্ডভন্ড,
ছোট্ট কোঁচড়ে কুড়ানো আম,
মেয়েবেলার স্মৃতি,আহা,কি আনন্দ,কি আনন্দ।

মা লক্ষী আর গনেশ যখন,
সেজে উঠবে গাঁদা ফুলের মালায়,
রাস্তায় মানুষের ঢল, কোলাহল,
নববর্ষে উদযাপনে হালখাতার নিমন্ত্রণ।

অন্ধকার যা কিছু ঘুচে গিয়ে,
শুভ হোক, মঙ্গল হোক সবার,
এই কামনায় ভরপুর থাকুক,
এবারের পয়লা বৈশাখ।

ঝিরিঝিরি হাওয়া গায়ে মেখে নিয়ে
নতুন বছরের শুভারম্ভ,
রবি ঠাকুরের ভাষায়,
‌"মুছে যাক গ্লানি,মুছে যাক জ্বরা"
ওনার জন্মদিন আসছে পঁচিশে বৈশাখ।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com