Logo
logo

সাহিত্য / কবিতা

স্ব-অধীন

পতাকাটি এখনও উড়ছে,
যে যার ঘরে -হয়তো মাংস ভাত
সহযোগী -স্বাধীনতা দিবসটি পালিত,
বিকেলে ধোপদুরস্থ পাঞ্জাবীতে স্বাধীনতার এমব্লেম।
ভাসনের ধার করা লেখাটা
বুকপকেটের আড়ালে।
আজ বোঝাতে হবে ,
জনগণকে -স্বঅধীনতা,
শুরু হল বিকেলের জলসা,
সবুজ মাঠে সারি সারি মাথা,
সকলে উদগ্রীব অপেক্ষা,
স্বাধীনতার গান-জলসার নামী শিল্পীর কণ্ঠে-
অতঃপর-সব তৈরী ,
সন্ধ্যার চা-জলখাবার,
তথাকথিত কবিদের কবিতা,
এমনই বিশেষ সময়--
ক্লান্ত দুটি পা,
শীর্ণ দুটি হাত,
কাঁপা কাঁপা শান্ত গলায়,
একবার বলে ওঠে---
একবেলার ভাত আর
পরনের সাদা থান----
"কবে দিতে পারবি--স্বাধীনতা?"

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com