Logo
logo

সাহিত্য / কবিতা

ধূসর স্বাধীনতা

ও মেয়ে! ত্রিরাঙ্গা পতাকা উড়ছে ওই,
বলছে সবাই স্বাধীনতার ছিয়াত্তর।
স্বাধীনতা কত রক্তের বিনিময়ে অর্জিত একটি নাম;
কতো শহীদের রক্তে বিনিময়ে
ছিনিয়ে আনা ব্রিটিশদের কাছ থেকে,
তোর আমার এই দেশের স্বাধীনতা।
ত্রিরঙ্গা পতাকা দেখেছিল স্বাধীনতার স্বপ্ন,
ছিল মুক্তির সংগ্রামের ছাপ,
পতাকার তলেই হয়েছিল শত শত সংগ্রাম।
ও মেয়ে!রাজমুকুট দিচ্ছে ভাষণ দেশের শক্তি নারী
ব্যর্থ সব, আকাশ ঘোর কালি মেখে বলছে
স্বাধীনতা আজ তুমি বন্দী ক্ষমতা লোভীদের কাছে।
ও মেয়ে!তুই পাস নি স্বাধীনতা,
পরাধীনতা তোর চার পাশ জুড়ে।
যে স্বাধীনতা আনতে চেয়েছিল যাঁরা
আজ মনে হয় সবই আত্ম সন্তুষ্টি।
আজও নারীর স্থান অন্দর মহলেই
ভুলে ভরা স্বাধীনতা এনেছি আমরাই,
আর সেই ভুলেরই স্বীকার তুই, আমি।
ঘন কুয়াশায় অসুর চলেছে হেঁটে,
ও মেয়ে! তুই ঘুমাস না আর
তাকিয়ে দেখ তোর চারিদিকে দুর্বৃত্তদের দল
ওরা খেলবে যে তোর শরীর নিয়ে,
তারপর ওদের লালসা শেষের পর
তোর মুখ বন্ধ করে দেবে চিরকালের মতো।
তুই হারিয়ে যাবি সবার থেকে
ও মেয়ে! ঘুমাস না আর।
অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে
নাম রাজপথে
অত্যাচারী রাজার মুকুট দে খুলে ফেলে,
দূর কর কলঙ্কিত রাতের আঁধার
ও মেয়ে! ঘুমাস না আর।
দুর্বৃত্তদের দমন করে তুই নিয়ে আয়
নতুন উজ্জ্বল ভোর,গড়ে তোল নতুন করে স্বচ্ছ স্বাধীনতার কাব্য

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com