নববর্ষের শপথ (বাংলা নববর্ষে ঐক্য, সংস্কৃতি ও মানবতার প্রতীকী শপথ)
এসো হে বৈশাখ,
নতুন করে গড়ি দেশ।
ভাঙা স্বপ্ন গুছিয়ে তুলি,
জাগাই মানুষের বিশ্বাস।
হৃদয়ে হোক প্রত্যয়ের আলো,
দুর্বলতা যাক দূরে।
জেগে উঠুক বাঙালির চেতনায়,
এগিয়ে চলার সুরে।
রামমোহনের যুক্তিতে,
শেখাক চিন্তার দৃপ্ততা।
বিদ্যাসাগরের শিক্ষায়,
গড়ি মানবতার সত্যতা।
বঙ্কিমের কলমে জাগুক,
“বন্দেমাতরম”-এর ডাক।
রবির ভাষায় মিলুক হৃদয়,
ঘুচে যাক সব ফাঁক।
নেতাজির সাহসে জাগুক প্রাণ,
নজরুলের বিদ্রোহে থাকুক প্রেম।
শরৎচন্দ্রের চোখে নারী-প্রেরণা,
বিভূতিভূষণের প্রকৃতিপাঠে স্বপ্ন।
সত্যজিৎ রায়ের দৃশ্যে,
জগদীশ বসুর গবেষণায়,
প্রফুল্লচন্দ্রের রাসায়নে,
জাগুক আত্মনির্ভর চেতনা।
আশুতোষের শিক্ষায় শক্তি,
লীলা নাগের নেতৃত্বে জয়।
লালনের গানে আত্মার ছোঁয়া,
মধুসূদনের ভাষায় সাহিত্যের মোহনা।
রামকৃষ্ণ, বিবেকানন্দ—
ধর্ম যেখানে মানবতায় মিশে।
চৈতন্যের প্রেমভক্তি থাকুক,
অহংকার যেন নিঃশেষে।
সতীশ মুখার্জির আলোয়,
গড়ি জাতীয় নবজাগরণ।
সুকুমার-উপেন্দ্রকিশোরে,
ফিরুক শিশুর নির্মল মন।
নোবেল-মঞ্চে বাংলা ভাষার সুর,
রবির পাশে অমর্ত্য, সত্যজিৎ।
সত্যেন্দ্র বোসের তত্ত্বে,
কাঁপে বিশ্ব বিজ্ঞান।
ক্ষুদিরাম, দীনেশ, বিনয়-বাদল,
বীরদের চেতনায় আমাদের দৃষ্টি।
হোক সমাজে সহনশীলতা,
হিংসা নয়, ভালোবাসার স্পর্শে।
রাজেন্দ্রনাথের হাতে শিল্প,
বাঙালির শ্রমে গড়ে উঠুক শ্রেষ্ঠ অঙ্গ।
এসো নববর্ষে বলি—
চিন্তা হোক বিশ্বমান।
বাংলা বাঁচে, বাংলায় গড়ি,
নতুন স্বপ্নের দান।
কাজী নজরুলে হোক মিলন,
মুসলিম-হিন্দুর গান।
ভাগাভাগি নয়,
জাগুক শুভবোধের সম্মান।
এসো গাই ঐক্যের সুরে,
নববর্ষের গান।
বাংলা হোক বিশ্বের মাঝে,
মানবতার শ্রেষ্ঠ প্রমাণ।
নববর্ষ হোক তাই,
শুধু উৎসব নয়, শপথের দিন।