Logo
logo

সাহিত্য / কবিতা

নববর্ষের আভা

নতুন বছরের নতুন সকাল, আনছে সাথে স্বপ্নের বালুকাবেলায়, আলোক ছায়ার লুকোচুরিতে ভেসে চলুক এ সকল হৃদয়,
সুরের মূর্ছনায় ভরে উঠুক আজি এই জীবন বেলায়।
ভালোবেসে ফুটুক হৃদয়ের ফুল,
কেটে যাক মনের সব ক্লান্তি আর দুঃখশোক, নতুন আলোর রথে চেপে আসুক আজি এই শুভক্ষণ,
আশার প্রদীপ জ্বলুক আজি এই দীপ্ত আলোকে, জীবন বয়ে আনুক এক অফুরন্ত সুখ, শান্তি আর সফলতার বার্তা সকল।
সোনালী রোদে স্নান করে মন,
ঝরে পড়ুক গোপন অভিমানের কণিকা,
নতুন অভিযাত্রায় খুলে যাক সকল বন্ধ দ্বার, মনের শৃঙ্খল ভেঙে রচিত হোক আজি মুক্তির গান। মানুষ হোক মানুষের ছায়া, ভালবাসার শিকড় আজি ছড়াক শতদূর,
পথের ধুলায় ফুটুক যত শান্তির ফুল,
নতুন আলোর হাতছানিতে ছড়িয়ে পড়ুক আজি চিরসবুজ আভা।
পয়লা বৈশাখ, বৈশাখী প্রভাতে আজি নববর্ষের গান,
নতুনের আগমনী ধ্বনির টানে এই প্রাণ আজ পুলকিত,
আলপনা আঁকা উঠোনের কোণে,
ঝরে পড়ুক মধুর কন্ঠের এই খুশির বরণ।
লাল সাদা শাড়ি আর পাঞ্জাবি পরণে,
নববর্ষকে স্বাগত জানাবার তরে,
সুরের বাজনা, মঙ্গল শঙ্খ ধ্বনিময় শোভাযাত্রায় হাসিমুখে,
সঙ্গীতের সুর মিশে যায় মনের এককোনে, শুভকামনাতে।
পুরনো দুঃখ ভেসে যাক, নতুন স্বপ্নে ভেসে উঠুক ভুবন,
ভালবাসা, শান্তি আর নব প্রত্যাশায় হোক আজি এই বর্ষবরণ।
এসো বন্ধু, এসো জীবন বীণায়, প্রার্থনা করি আজ, একসাথে মিলে রচি নতুন আশার ভোর,
নববর্ষের এই পবিত্র দিনে গড়ে তুলি তাই সকলে মিলে,
মানবতার এক মধুর সুর। আজ নতুন বর্ষে হাতে হাত রেখে এক সুরে নতুনের গান গাই,
স্বপ্নের বনানী রচিত করতে আনন্দময় জগতের দীপ্তির আলোকে,
ঐক্য ও শান্তির পথ থাকুক সবার হৃদয়ে।।
শুভ নববর্ষ !
নতুন দিনের নতুন প্রভাতে, সব ভালোবাসা,
সুখ, শান্তি, সকলের জীবনে পায়ে পায়ে চলুক।
আশা ও আনন্দে ভরে উঠুক প্রতিটি দিন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com