Logo
logo

সাহিত্য / কবিতা

বৃষ্টিভেজা

আমরা যখন বৃষ্টিভেজা,
আনন্দে মশগুল।
পথ শিশুটাও বৃষ্টিভেজা,
কোথায় যেন ভুল!
বৃষ্টি মানেই জমিয়ে খাওয়া
তৃপ্ত মনপ্রাণ।
বৃষ্টি যখন মুষল ধারায়,
জ্বলবে না উনান।
পথশিশুটি আশ্রয় নেয় ,
বারান্দার এক কোণে।
ঘরের শিশু ঘরে বসে,
খেলে এক মনে।
বৃষ্টি কেমন ব্যভিচারী,
জলের তলায় শহর।
খুশির আমেজ ধনীর ঘরে,
আনন্দে বিভোর।
গরীবরা সব জীবন বাঁচায়,
চৌকিতে সংসার।
পথশিশুটা অপেক্ষাতে,
শুধুই বৃষ্টি থামার।

আমার কাছে বৃষ্টিভেজা ,
পথশিশুর অশ্রুজল।
আমার সাধের বৃষ্টি আবার,
ওদের করুক সচল।
বৃষ্টি তুমি যাওনা এবার,
ফুটুক ওদের হাসি।
সবকিছু বুঝতে পেরে,
বৃষ্টি বলে, তবে আসি।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com