কবিতা - শারদকথা
শরৎ এসে আকাশ সাজায়
আগমনী সুর ভাসে,
কাশ ফুলেরা দোলায় মাথা
শিউলিরা সব হাসে।।
নাম না জানা রঙিন ফুল
ফুটেছে বনে বনে,
ধরণী আজ সজ্জিত বেশে,
দেবী দুর্গার আগমনে।
ঘট বসেছে ,মা এসেছেন
ঢাকের বাদ্যি বাজে,
দিঘির জলে পদ্ম ফোটে,
মন বসেনা কাজে।।
ষষ্ঠীর ওই সকাল থেকেই,
শুরু পুজোর আয়োজন
কলা বউয়ের স্নানের পরে,
হল মায়ের বোধন
ষষ্ঠী থেকে অষ্টমী,
সবাই আনন্দে মাতোয়ারা
আলোর ঝলক,বাজির আওয়াজ,
নেই তো কাজের তাড়া ।
নবমী তে দেখি মায়ের মূর্তিতে
চোখের কোণে জল,
বিসর্জন বাতাসে ভাসে,
মনটা হয় চঞ্চল।।
পুজোর আমেজ উধাও মনে,
পাইনা কোনো সাড়া,
হাজার বাতির আলোয় দেখি,
শুধুই বিষাদ ভরা।।
ঢাকের তালে ধুনুচির নাচ
আজ যে বিসর্জন,
মনের ফ্রেমে বন্দী হোলো,
দূর্গা পুজোর ক্ষণ।।
আনন্দেতে কাটলো ক'দিন
সব ভেদাভেদ ভুলে,
আর,জি, করের,আতঙ্ক সব
রেখেছিলাম শিকে তুলে।
পতি ভোলানাথ আছেন বসে
উমার পথ চেয়ে
সাথে আছেন নন্দী ভৃঙ্গী ,
গাঁজায় দম দিয়ে।।
মা বিনে যে কৈলাস ঘর
হয়ে আছে শূন্য
তাইতো মাকে বিদায় দিলাম
করতে সে ঘর পূর্ণ।।
চললেন মা শ্বশুর বাড়ি ,
একটি বছর তরে,
চোখের জলে দিলাম বিদায়,
সিঁদুর আলতায় বরণ করে।।
আসছে বছর, আবার এসো
মা,তোমার বাপের বাড়ি
সব দুর্যোগ কাটিয়ে মোরা
উঠব তাড়াতাড়ি।।