Logo
logo

সাহিত্য / কবিতা

বৃষ্টি - সই

এই শহরে আমার তেমন কোনো বন্ধু নেই,
বৃষ্টি ---তুমি আমার বন্ধু হবে?
আমি চাইলেই তুমি ঝরে পরবে,
তোমায় গায়ে মেখে নেবো।
চাইবো না আমি বারোমাস।
তপ্ত রোদে দুপুর বেলা,
যখন আমি ক্লান্ত হবো।
তুমি আসবে জানালার পাশে,
মনের দুটো কথা কবো।
তুমি যখন পরবে ঝরে,
নয়ন মেলে দেখবো তোমায়।
খুশির সহিত ঝরবে তুমি,
ভিজিয়ে দেবে তুমি আমায়।
হঠাৎ যখন শ্রাবণ মাসে,
ঝিরঝিরিয়ে পরবে তুমি।
খাতা কলমে বন্দি করবো,
কবিতা ছন্দে তোমায় আমি।
বারান্দাতে আরামকেদারায় আমি
বসে বিচলিত মনে।
তোমার ফোঁটা এসে শান্ত করবে
আমায় সন্ধিক্ষণে।
কিংবা কোনো অজানা ডেটে,
অজানা কোনোদিনে।
তুমি আসবে মিলবো দুজন
কাকভেজা এক স্নানে।
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবে
আমার পোশাক খানায়।
হারিয়ে যাবো তোমায় আমায়
অজানা ঠিকানায়।
তাকিয়ে রবো তোমার মাঝে
সরবে না মোর দৃষ্টি।
আমি যে তোমার প্রিয়া
তুমি আমার "বৃষ্টি "।।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com