ভিজছি আমি
ইলশেগুঁড়ি বৃষ্টির ভিন্ন পর্যায়ে,
যেখানে শুরু রাগরাগিণী আলাপ,
ঠিক সেখান থেকেই শুরু আমার গল্প,
ছাতার তলায় কফিমগে ভালোবাসার অবয়ব।
কাগজের নৌকা ভাসিয়েছিলাম সেই কবে,
ভাসতে ভাসতে হয়তো পৌঁছেছে গন্তব্যস্থলে,
সঙ্গে নিয়ে গেছে কিছু অমলিন স্মৃতি,
পেছনে ফেলে গেছে মধুর অবকাশ।
আজও বৃষ্টি হলে গুনগুনিয়ে গান ধরি,
ঠান্ডা হাওয়ায় ওড়ে এলোচুল,
সোঁদা মাটির গন্ধ ভুলতে দেয়না আমায়,
কতটা গভীরে পোঁতা আমার কল্পনার শিকড়!