বৃষ্টি-ভেজা দিনে
সারাদিন বৃষ্টি ঝুপঝুপ ঝুপঝুপ
ভিজে ডানা শালিকেরা একদম খুব চুপ।
মন খারাপী আকাশে কালো মেঘের সমাগম
সাঁই সাঁই বাতাসের আস্ফালন দমাদম।
শোনা যায় ছোট বাচ্চার একঘেয়ে নাকি সুর
তার মা সাংসারিক ব্যস্ততায় ভরপুর।
এক হাঁটু জমা জলে ফুটবল আর নাই
কৈশোরের মগ্নতা এখন মোবাইলে তাই।
চালশে চোখে আশা নিয়ে চেয়ে থাকি
কাগজের নৌকা জলে ভেসে আসে নাকি!
বাজ পড়ার শব্দ আরো বেশি বাজে বুকে
বোকা বাক্সের তরপানি তাই গেছে চুকে।
ঘরে বসে চুপচাপ এমন বর্ষণ দিনে
মন কি ভরে কভু রবি ঠাকুর বিনে!
গানে কবিতায় মগ্ন রাখি চঞ্চল মন
প্রকৃতির কাছে করি আনন্দে আত্মসমর্পণ।
অবশেষে পেট পুজোয় খিচুড়ি আর আলু-ভাজা
চেটেপুটে নিই সুখে বর্ষণের মজা।
লিখব বলে আনমনে কত কথা ভাবি
বৃষ্টি-ভেজা দিনে একাকী ঘরবন্দী কবি।