Logo
logo

সাহিত্য / কবিতা

ভুল

সে দিনও ছিল এক বৃষ্টি মুখর দিন।
কাছে এসে হাত দুটো ধরে তুমি বলে ছিলে- "ভালোবাসো তুমি আমায়।"
ভালোবেসে তোমার অনেক কাছেই এসে ছিলেম আমি।
সেদিন বাইরে তখন বৃষ্টি অবিরাম।
বিশ্বাসের উপর নিদারুণ আত্মবিশ্বাসে করিনি এতটুকু মানা আমি তোমায় কোনরূপ।
তুমিই বারবার বুঝিয়েছিলে - "এটাও ভালোবাসার একটা দিক।
না হলে কতটা ভালোবাসি ,কতটা বিশ্বাস করি?বুঝবে কি করে তুমি আমি তোমায় কতটা ভালোবাসি?"
বৃষ্টি সাক্ষী ছিল কেবল, সেদিন সত্যিই ভালোবেসেই---------
ভুল করেছিলাম আমি,তুমি ঠকিয়ে ছিলে আমায় তোমার নোংরা চালে।
ভুল করেছি নিজেকে দোষ দিয়েছি। কিন্তু নিজের মাতৃত্বকে
দোষি কেমন করে?
আজও এমনই বৃষ্টিমুখর দিনগুলো এলে তোমায় মনে করে ঘৃণা আসে কেবল।
কিন্তু পরক্ষণেই ভাবি মনে মনে আর আনন্দে দু'চোখে খুশির ঝলক খেলে।
সেই বৃষ্টির দিন অভিশপ্ত হলেও ,
নিজ সন্তানের দিকে তাকালেই মনে হয় সেই বৃষ্টির দিনের ফলশ্রুতি যে আজ আমার কাছে আশীর্বাদ স্বরূপ।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com