Logo
logo

সাহিত্য / কবিতা

বসন্ত রঙের খেলা

আজ বসন্ত জাগ্ৰত দ্বারে,
কোকিলের মধুর গানে,
পলাশের ফুলের লাল রঙের
মোহিনী শোভায়।
শিমুল,বকুল,কৃষ্ণচূড়ার গন্ধে,
খুশিতে মন পাগলপারা।
উওরের দখিনা বাতাসে মনে প্রাণে,
জাগে শিহরন শরীর জুড়ে সারা।
ভালোবাসা ও প্রেম যেন ডাক দেয়,
আয় দুয়ার খুলে খুশির আমেজ নিয়ে।
সারা প্রকৃতিতে যেন সৌন্দর্য্যের কোলাকুলি লেগেছে।
যেদিকে চোখ যায় কি অপরূপ তার সাজ।
কান পাতলেই কোকিলের কূহু কূহু রব,
এ যেন সব কিছু ভুলে মন পাগল করার সময়।
এই বসন্তেই আসে রঙের খেলা, বসন্ত উৎসব।
এই রঙের খেলায় মাতবো মোরা ভীষন মজা করে।
নানা আবিরে সাজিয়ে মোদের ডালি,
ছুটবো মোরা প্রতিটি দ্বারে দ্বারে।
বন্ধু বান্ধব,পাড়া প্রতিবেশি, ভাইবোন আত্মীয়
পরিজন নিয়ে।
সারাদিনটি কাটাবো মোরা খুশির পরশ দিয়ে।
এই উৎসবে জাতপাত,কে উঁচু,কে নিচু সব ভুলে।
সকলকে বুঝিয়ে দেবো রঙের উৎসব কাকে বলে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com