Logo
logo

সাহিত্য / কবিতা

বসন্ত বিলাসী

বসন্তের আদিগন্ত সংস্কারের, মুক্তমঞ্চে তোমার নিত্য অবগাহন,
তোমারে করেছে শুচি, আবির রাঙা ব্রততী,
মালিন্যর ঘোমটা খুলে
করেছে আত্ম উন্মোচন অরণ্যের বেদীমূলে।

পাথুরে মেঠো পথের বাঁকে,
বর্ণবহ্নি জ্বালিয়ে বনের দিশা,
পলাশের পাগলামী সর্বাঙ্গ বেষ্টিয়া তার,
আনন্দে মাতোয়ারা।

মোহময়ী চাঁদের মায়াবী আলোর দুষ্টুমি,
তোমাকে করেছে আরো মোহময়ী,
বসন্তের বাসন্তী তুমি,
সদ্য যৌবনা প্রকৃতি।

আম্রকাননে মুকুলের ভারে নুয়ে পরা শাখা,
গর্বিত আজি মাতৃত্বের অহংকারে
কোকিলের কুহু কুহু ডাক, প্রিয়তমাকে কাছে পাবার,
উৎসুক প্রতীক্ষা।

আকাশে পূর্ণচন্দ্র তার আবিরের আঁচল বিছিয়ে,
বাঁধ ভাঙা উচ্ছসিত আলোয়,
ঘোমটা উন্মোচন করে
প্রকৃতির বুকে।

সারি সারি শিমুল পলাশের শাখায় শাখায়,
আগুনের হাতছানি,
শত সহস্র প্রদীপ মালা হাতে
বসন্ত বরণ উদ‌‍‌যাপন আজি।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com