Logo
logo

সাহিত্য / কবিতা

রহস্যময় বসন্ত


কোকিলের কলতানে মুখরিত প্রভাত
শীতল দখিনা সমীরণের কোমল স্পর্শ ;
শিমুল, কিংশুকে রাঙিয়াছে দিগন্তরেখা
নব পল্লবে সাজিয়াছে বৃক্ষরাজি।
পথে ঝরিয়াছে কৃষ্ণচূড়া তোমায় ভালোবাসিয়া
সারি সারি সোনাঝুরি বৃক্ষ আনন্দে বিহব্বল;
হলুদ রাঙা শাড়ি, এলোমেলো কেশদাম,
কোপাই নদীর তীরে গোধূলিবেলার রক্তিম সূর্য
ছড়াইয়া দিল যেন আবিরের রং।
মধ্য রজনীতে মহুয়ার গন্ধ,
জোছনার রূপালি আলোর ঝর্ণায়
ভাসিয়া ওঠে মোহময়ী অতীত স্মৃতি।
আজও অনুভূত হয় সেই লাল আবির,
কবরীতে গোলাপ,জুঁই ফুল,
গলায় গুচ্ছ কিংশুকের মাল্য ;
কাঙ্খিত কিছু না বলা কথা
খোয়াইয়ের পাড়ে লাল মাটিতে।
রজনীর দিগন্তে স্থির ধ্রুবতারা,
আর হৃদয়ে একমুঠো রঙীন বসন্ত
পিছন ফিরিয়া দেখি রহিয়াছে
পরিয়া শুধুই আবির, কৃষ্ণচূড়া,
কিংশুক , শিমুল আর ঝরা পাতা ;
থাকিলো তাহারই মাঝে মোর পদচিহ্ন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com