উৎসব আসে আর উৎসব যায়
উৎসবে আমরা মাতি কেন
উৎসবে কেন যাই ;
উৎসবে কেন হেসে খেলে
মনটাকে মাতাই?
হিসাব নেই ভাঙ্গা গড়ার
নিত্য দিনের আশা,
জম্পেশ খাওয়া-দাওয়া
শুধু, নিছক পদ্য কষা।
উৎসবের রং নানান রকম
লাল, নীল, সাদা কালো,
স্বপ্নগুলোর ঠাস বুনোনে
তেল রঙেতেই ভালো।
গ্রাম থেকে শহরে, আসে মানুষ।
কেউ কাজে, কেউ দেখতে জগৎ।
উৎসব কেনে, স্বপ্ন মুঠোয়
ভাঙায় গড়ায় নয়তো মহৎ।
মনে পড়ে সেই ছোটবেলার,
উৎসবের দিনগুলো,
আসবেনা ফিরে আর কখনও
অনাবিল হারানো সেই আনন্দ
উৎসবে যে, মিশে আছে ভয়
আছে নরখাদকের হাতছানি
পৃথিবীতে কি হবে আবার
শান্তির পদধ্বনি?
শক্ত হাতে কে ধরবে হাল
কে হবে ভয়াল পথের কান্ডারী?
উৎসবই গড়ে উৎসবই ভাঙে
আতজ বাজির ঝলকানি
সুখ পাখিটাকে খুঁজে নিয়ে আজও
মনটা বাঁচে আহ্লাদে, তবু
উৎসব আসে, উৎসব যায়
মাতে সৃষ্টি সুখের উল্লাসে।