নির্জনতার খোঁজে
একাকী সবুজ ঘাসের গালিচায় পা রেখে
গভীর রাতে বসে কাব্য রচি একান্তে
অনেক সৌন্দর্য উপভোগ করেছি,
আবার অনেক বেদনা চেপে রেখেছি।
আমাকে ছুঁয়ে যায় নদী, সমুদ্র, পাহাড়, নীল আকাশ আর অগণিত নক্ষত্রপুঞ্জ;
কিন্তু কোনো ভীড় আমাকে স্পর্শ করে না,
কোলাহল ছেড়ে আমি খুঁজি নির্জনতা।
সমুদ্র সৈকতে কতো মানুষ ,
হেঁটে চলেছে পাশাপাশি।
ঝিনুক কুড়িয়েছে মুক্তোর সন্ধানে,
চারিদিক হাসির শব্দে মুখরিত
আমিই কেবল একাকী নির্জনতা খুঁজি;
কাব্য রচনা করি হৃদয়ের কোণে
জানে শুধুই আমার অন্তর্যামী।
তোমাকে খুঁজতে, খুঁজতে
আমি আজ একেবারেই নিঃসঙ্গ,
রাতের আকাশের নক্ষত্রপুঞ্জ
আমার পানে চেয়ে রয়,
তবুও আমি রচি নির্জনতার কাব্য।