নতুন সুরের গান
নুতন বছর স্বপ্ন আনে
নুতন সুরে গাঁথা,
নুতন দিনের নতুন আভাস
নুতন ভাবে বাঁধা।
নুতন করে চাইতে শেখা
নুতন করে পাওয়া,
নুতন করে দিতে গিয়ে
নুতন পথ চাওয়া।
নুতন করে মনকে বোঝা
নুতন করে আশা,
পুরাতন কে পিছনে ফেলে
নুতন করে এগিয়ে যাওয়া।
নুতন চোখের মায়া মনে
তফাৎ অনেক যোজন,
নুতন ভাষা কাজল জলে
অকাল বসন্তের রোদন।
নুতন বছর সবার কাছে
মিষ্টি মধুর আশ্বাস,
নুতন বছর সবার আগে
জাগায় নুতন বিশ্বাস।