Logo
logo

সম্পাদকের মননে

বাই বাই বিষবিশ'

মহুয়া ঘোষ

প্রতি বছর ডিসেম্বরের শেষবেলার দিনগুলোতে হিসেব কষতে বসি.... এ বছর কী পেলাম আর কী হারালাম!
পাল্লাটা কখনো পাওয়ার দিকে বেশী হেলতো.... কখনও বা হারাবার দিকে বেশী!

কিন্তু কুড়িকুড়ির শেষের দিনে শ্রীমতির কলম ধরতে গিয়ে দেখছি....এবারের পাল্লাটা হারাবার দিকেই বেশ ওজনদার!

কী হারিয়েছি.... কাকে হারিয়েছি.... কেন হারিয়েছি এসবের ঊর্ধ্বে গিয়ে ভাবতে বসলাম কী কী পেয়েছি! আর কী কী হারাতে পারতাম..... কিন্তু হারাই নি।

প্রথমেই মনে হল.... প্রাণটা হারাতে পারতাম করোনাক্রান্ত হয়ে কিন্তু ঝক্কি শরীরে গেলেও প্রাণবায়ুটা সেখান থেকে বেরোয় নি। বরং কিছু অতিরিক্ত জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরেছি। যা আমার আগামী দিনে হয়ত কোনো উপন্যাসে স্হান পাবে।

প্রচুর মানুষকে হারিয়েছি কাছের ও দূরের.... কিন্তু প্রচুর ক্রিয়েটিভ কাজের সাথেও যুক্ত হয়েছি যার হাত ধরে প্রচুর মানুষের সাথে পরিচিতও হয়েছি। পরিচিত হয়েছি ভার্চ্যুয়াল জগতের সাথেও। সবই ব্যালান্সের খেলা। খেলা প্লাস ও মাইনাসেরও।

কুছ পা কর খোনা হ্যায়.... কুছ খো কর পানা হ্যায়...
জীবন কা মতলব তো...
আনা অঔর জানা হ্যায়...

গানটা ছোটো থেকেই গেয়ে আসছি কোনোরকম গভীরতা না বুঝে। এখন সময়ের রেলিং ধরে যত শেষ খেয়ার দিকে এগোতে চলেছি তত বুঝতে পারছি... সত্যিই তো! জীবন যেন একটা রেলগাড়ি। এক প্ল্যাটফর্ম থেকে জার্নি শুরু হয়....শেষ প্ল্যাটফর্মে পৌঁছবার আগে কত নতুন নতুন মানুষ সেই কামরায় ওঠে ও নেমে যায়। সবাইকে কি মনে রাখা সম্ভব? না, রাখা উচিৎ?

সে রকম আমিও ঠিক করলাম আজ..... যা গেছে, তা গেছে! যা আছে, তাকে বুকে নিয়েই হাসিমুখে এগিয়ে চলি।

ভালো করে মনের দোতারাটা বাজিয়ে দেখলাম... ঝুলিতে তো কম প্রাপ্তিযোগও হয় নি!
চতূর্থ বই বেরিয়েছে কলকাতা বইমেলা থেকে, ছোট ছবি বানিয়েছি লকডাউনে, তাতে পুরস্কার পেয়েছি তিনটে, শ্রীমতির দরবার পোর্টালের সাহিত্য বিভাগের প্রধানের দায়িত্বভার পেয়েছি, গীতিকার হিসেবেও কাজ করেছি, সামনে বড়পর্দার চিত্রনাট্যের কাজ করছি।

আসলে যেটা করতে হবে তা হল, প্রতিটা মুহুর্তে মুহুর্তে নিজের সাথে নিজের লড়াই।
জীবন যত পেছনের দিকে টানতে চাইবে, তার চাইতে দ্বিগুণ বেশী শক্তি প্রয়োগ করে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলতে হবে।

একেক সময় তো মনে হয় আমি যেন মহাভারতের যুদ্ধের এক মহারথী।
পজিটিভ এনার্জির সাথে নেগেটিভ এনার্জির যুদ্ধ চলছে সারা মন ও জীবন জুড়ে।
পজিটিভ এনার্জির শিবিরে মাত্র পাঁচটি জিনিস....জেদ,তেজ,প্রতিজ্ঞা,আত্মবিশ্বাস ও সততা।

আর নেগেটিভ এনার্জির শিবিরে শত সহস্র মাথা। কিন্তু হারতে হচ্ছে তাদের। জানি, আগামীতেও হারবে কারণ পার্থসারথির মত আমার জীবনরথের দড়ি ধরে আছে আমার আত্মবিশ্বাস। কার সাধ্য তাকে থামায়!

আমি আশা রাখব, আপনাদের জীবনেও যত বাধাবিপত্তি, ঘাতপ্রতিঘাত আসুক না কেন.... আপনারাও শেষের ইনিংসটাতে হাসিমুখেই ছক্কা হাঁকাবেন। শুধু কি ক্রিকেটের মাঠেই ধোনি,সৌরভ, তেন্দুলকররা ছক্কা মেরে দল ও দেশকে জেতাতে পারেন!
আমরা সাধারণ মানুষরা পারি না!

কোরোনাকে জয় করে এখনও কি আমরা বেঁচে নেই! আছি তো! কোভিড-১৯ ভাইরাসটাকে বোল্ড আউট করবার জন্য সারা পৃথিবী ওই বাইশ গজের মধ্যে এগিয়ে এসেছে আজ।
শত্রুপক্ষকে স্ট্র্যাটেজি বুঝতে না দিয়ে একে কীভাবে অ্যাটাক করা যায়, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা এখন তুঙ্গে। এরই মধ্যে জন্মে গিয়েছে বহু নবজাতক। আগামী একমাসে আরো জন্মাবে। হে ঈশ্বর! তুমি যেমন প্রাণ দিয়েছো, তেমন তাদের খাবার ও বাসস্থানও তুমি দিও।

ঈশ্বরের কপালে ভাঁজ। উনি এত শিশুর সমাগমের ফলে বুঝে গেছেন ' Idle brain is a devil's workshop! ' কথাটা কত ভয়ঙ্করভাবে সত্যি ও দামী।

তাই আশা রাখছি, আগামীদিনে তাঁর সৃষ্ট পৃথিবীতে যেন দুর্ভিক্ষ না নেমে আসে, তা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। এবং এর সুরাহার ফলস্বরূপ তিনি নিশ্চয়ই কোরোনাকে বিদায় জানিয়ে পৃথিবীতে আবার কর্মের চাকা ঘোরাবেন।

শুরু হোক্ আগামী দশক এক নতুন আশা ও কর্মোদ্যম নিয়ে।
নিজে ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন। আগে নিজেকে ভালো রাখতে শুরু করুন। নতুন করে নিজেকে চেনা ও জানা শুরু করুন। চমকে যাবেন একদিন নিজেকে আবিষ্কার করে! সেদিন মনে মনে ভাববেন ---- সত্যিই আমি এই কাজগুলো করতে জানি!

চলুন। আজ থেকেই শুরু হোক্ একটা গেম খেলা। গেমটা হোল..... নিজের হারিয়ে যাওয়া সত্তাটাকে খুঁজে বার করা।

And your time starts now...


Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com