সম্পাদকের মননে
''একলা পঁচিশে বৈশাখ '' মহুয়া ঘোষপঁচিশে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন ক'রে মৃত্যুদিনের দিকে।
সেই চলতি আসনের উপর ব'সে
কোন্ কারিগর গাঁথছে
ছোটো ছোটো জন্মমৃত্যুর সীমানায়
নানা রবীন্দ্রনাথের একখানা মালা।।
আজ ১৫৯ তম জন্মজয়ন্তীর মুহুর্তে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে এমন কবিতার পংক্তি কোন কবির পক্ষেই কি লেখা সম্ভব নিজের জন্মদিন উপলক্ষ্যে!!
হ্যাঁ, তা সম্ভব যদি সেই মানুষটি হন আবালবৃদ্ধ বঙ্গললনার একমাত্র হার্টথ্রব রবীন্দ্রনাথ ঠাকুর ।
শুধুই কি ললনাদেরই হার্টথ্রব! পুরুষদের নন! পুরুষদের তিনি অহঙ্কৃত করে রেখেছেন তাঁর সৃষ্ট কবিতা ও গানের সম্ভার জুগিয়ে।
আসলে,রবিঠাকুর বিশেষ কোন প্রজাতির সম্পত্তি নন যাঁকে কেউ পার্সোনাল প্রপার্টি ভেবে ব্যাঙ্কের লকারে লুকিয়ে রাখবে!
রবিঠাকুর আমাদের সবার। সমস্ত বাঙালির প্রাণপুরুষ যিনি তাঁর সৃষ্টি দিয়ে আমাদের সমৃদ্ধ করে রেখে গেছেন জন্মজন্মান্তর অবধি। তিনি আমাদের প্রাণের আরাম....সুখে-দুঃখে,বিষাদে-উল্লাসে,জীবন ও মরণের পারাবারের মাঝেও।
সামাজিক দূরত্ব বজায় রাখার দরুণ এবার ঠাকুরের জন্মোৎসব জনসমাগমে পালিত না হলেও, মানুষ তাঁর প্রিয় মানুষটিকে নিজের বাড়ির অন্দরমহল ও মনের বিশ্রামঘরে বসিয়েই স্মরণে সামিল হবে।
এই বেশ ভালো কবি, বলো! তোমাকে যে যার নিজের মত করে কাছে পাবে! কেউ গানে গানে তোমার কানের লতি ছুঁয়ে... আবার কেউ তোমার বুকে মাথা রেখে কবিতা হয়ে বেজে!
তুমি তো বিজনেরই দেবতা! যাঁকে সবার আড়ালে,মনের অবচেতনে, গহন নিশীথে একান্ত করে পাওয়া যায়! একা সাধনার অবগাহনে ডুব দিয়ে আত্মশুদ্ধি ঘটে তোমারি রচনা দিয়ে।
মনের দ্বিধা,দ্বন্দ্ব,প্রেম,অপ্রেম,অবহেলায়,অনাদরে,ভয়ে,নির্ভয়ে....প্রতিটি মুহুর্তের সঙ্গী হয়ে তুমি দাঁড়িয়ে থাকো হৃৎপিন্ডের সাথে একই কুঠুরিতে।
তাই তো সুরে সুরে গেয়ে ওঠে এ মন----
আজি বিজন ঘরে নিশীথরাতে
আসবে যদি শূন্যহাতে--
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু জানি--
তোমার আছে তো হাতখানি।।
প্রেম ও পূজার এমন যুগলমিলন তোমার গানেই সম্ভব। তাই তুমি বিশ্ববরেণ্য! আজ থেকে শতবর্ষ আগেও ছিলে.... আজও আছো.....আজ থেকে শতবর্ষ পরেও থাকবে।
একলা পড়ে থাকবে রবীন্দ্রসদনের আঙিনা,পড়ে থাকবে মুক্তমঞ্চ, নজরুল মঞ্চ, পাড়ার ক্লাব, মাঠ ও এবারের ঘরোয়া আসর।
সুর এবার বেজে উঠবে কখনো একলা বাঁশীর ধুন হয়ে,কখনো বা সেতারের করুণ তারের মূর্ছনায় ঘাসের পায়ে পায়ে, ইট পাথরের কংক্রিটের খাঁজে খাঁজে... যেখানে বেঁচে থাকে একটি নাম....প্রতিদিন চলার পথে পথে.... সবার বুকের বন্ধঘরটার মাঝে.... সে নামটি আমার ঠাকুর রবীন্দ্রনাথ।।