ট্রাই কালার চকলেট মোদক
উপকরণ:- চকলেট কম্পাউন্ড বার সাদা রঙের-১টা
দুই রকমের ফুড কালার
মোদক বানাবার মোল্ড
প্রনালী:- প্রথমে অর্ধেক সাদা চকলেট বার নিয়ে তারপর সেটাকে তিনভাগ করে নিতে হবে। এক ভাগে মেশাতে হবে সবুজ রং, আরেক ভাগে মেশাতে হবে কমলা রং। তারপর মোদকের মোল্ড নিয়ে ওর মধ্যে আগে মেশাবো সবুজ রং তারপরে সাদা তারপরে কমলা মিশিয়ে নিয়ে সেটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে। ফ্রিজে জমাবার আগে দু রঙের যে চকলেট বারকে গলিয়ে নিতে হবে মাইক্রোওভেনে। তারপর ওটাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব।