শ্রীমতীর রূপটান
শীত প্রায় চলেই এসেছে। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন। ইতিমধ্যেই ঠান্ডা হাওয়া তার আগমনকে জানান দিচ্ছে। স্নানের পর ত্বকে টানটান ভাবও ধরছে। এটা এমনই একটা সময় যেখানে তৈলাক্ত ত্বকও শুষ্ক হয়ে যায়। তাই শীত শুরু হওয়ার আগেই ত্বকের বেসিক যত্ন নেওয়াটা খুব জরুরি।
শীতে গরম জলে কম বেশি প্রত্যেকেই স্নান করি। আর গরম জল ত্বকের আদ্রতা অনেকটাই কমিয়ে দেয়। তাই গরম জলে স্নান করলেও ঠান্ডা জলেই মুখ ধোওয়ার চেষ্টা করুন।
শীত হোক বা গরম ত্বকের প্রাথমিক যত্ন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং কিন্তু মাস্ট।
শুধু ত্বকই নয়, এর পাশাপশি ঠোঁটেরও যত্ন নিতে হবে। শীতকালে ঠোঁট ফাটার সমস্যায় কম বেশি সবাই ভুগে থাকেন। তাই ঠোঁটে লিপ গ্লস বা লিপ জেল ব্যবহার করুন।
অনেকেই ভাবেন শীতকালে সানক্রিন লাগানোর দরকার নেই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। শীতকালে রোদের তাপ বেশি থাকে। তাই বাইরে বেরানোর আগে এসপিএফ যুক্ত সানস্ক্রিন লাগিয়ে অবশ্যই বেরোন। শুধু মুখে নয়,শরীরের যে অংশগুলি খোলা থাকবে সেখানেও লাগাবেন।
সবাই ভালো থাকুন সুন্দর থাকুন।