Logo
logo

বিউটি ও ফ্যাশন

শ্রীমতির রুপটান

পুজো এসেই গেলো। পুজোর এই কয়েকটা দিন সবাই নিজেকে সুন্দর আর আকর্ষণীয় করে তুলতে চায়। আর তার জন্য শুধু জামা কাপড় পড়লে হবে না। তার সঙ্গে চাই মানানসই মেকআপও। তাই কয়েকটি বিষয় মাথায় রাখলেই পুজোয় হয়ে উঠবেন সুন্দর আর আকর্ষণীয়। আর তাই জেনে নেওয়া যাক কোন ধরণের পোশাকের সঙ্গে প্রয়োজন কোন রকমের মেকআপ।

পুজোয় যদি সকালে বাইরে যান, তাহলে হালকা মেক-আপই ভালো। সে ক্ষেত্রে রোদে ঘেমে কষ্ট ও হবে না, আর মেক-আপ গলে গিয়ে ঘেটেও যাবে না। সেক্ষেত্রে হালকা বিবি বা সিসি ক্রীম এবং কম্প্যাক্ট ব্যবহার করে নিয়ে মেক-আপ সেরে ফেলুন। হালকা কাজল, লাইনার, পছন্দসই লিপস্টিক দিয়ে সেরে ফেলুন মেক-আপ।

হালকা রঙের যে কোনও পোশাকের সঙ্গে ফাউন্ডেশন, ফেস পাউডার, হালকা লিপস্টিক আর কাজলই যথেষ্ট।

রাতের জন্য ভারী মেকআপ রাখতেই পারেন। তবে ওয়েস্টার্ন এর সঙ্গে খুব ভারী মেকআপ করবেন না। ম্যাট ফিনিশ লুক এখন ফ্যাশন ইন।

রাতের সাজের জন্য ভালো করে ওয়াটার বেসড ফাউন্ডেশন ঘাড়ে, মুখে,গলায় লাগিয়ে নিন। চোখে গাঢ় রঙের আই শ্যাডো দিয়ে স্মোকি আইস করে নিন। আইলাইনার আর মাস্করার যথোপযোগ ব্যবহার করুন। আর ঠোঁট একে সুন্দর করে পছন্দমতো টেক্সচার অনুযায়ী লিপস্টিক লাগিয়ে নিন।

পুজোর চারটে দিনের জন্য তো সবাই এক বছর ধরে অপেক্ষা করে। তাই নিজেকে যত্নে রাখুন, যত্নে সাজুন আর সবার সঙ্গে মজা করুন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com