Logo
logo

বিউটি ও ফ্যাশন

শ্রীমতির রুপটান

এখন কোনো কোনো জায়গায় লকডাউন উঠে গেলেও অনেক জায়গায় এখন আবার পুনরায় লকডাউন চালু হয়েছে সেইজন্য সেভাবে অনেকেরই পার্লারে যাওয়া হয়ে উঠেছে না। তাই আজ আমি আপনাদের জানাব কিভাবে ঘরে বসে চুল ভালো রাখবেন।
আমাদের এখানকার যা আবহাওয়া তাতে চুলের অনেক ক্ষতি হয়, সেই জন্য অন্তত সপ্তাহে একদিন সময় বের করে ফেলুন নিজের চুল আরও ভালো রাখার জন্য।

হট ওয়েল মাসাজ - নারকেল তেল একটা পাত্রে নিয়ে অল্প গরম করে মাথার তালুতে লাগান আঙুলের সাহায্য আর সাথে আঙুল ঘুরিয়ে মাসাজ করুন, এতে রক্ত সঞ্চালন ভালো হবে আর চুলের খুসকি চলে যাবে আরও উজ্জ্বল হবে।
নিম ওয়েল - সপ্তাহে একদিন নিম তেল গরম করে লাগাতে পারেন, এতে আপনার স্কাল্পে কোনো রকম ক্ষত থাকলে ঠিক হবে।
ওনিয়ন ওয়েল - শ্যাম্পু করার 2 ঘন্টা আগে পেঁয়াজ তেল লাগাতে পারেন, এতে চুল ঘন আর উজ্জ্বল হবে।
অলমন্ড ওয়েল - এই তেল আপনি সপ্তাহে দুই দিন লাগাতে পারেন, এতে আপনার চুল তাড়াতাড়ি বেড়ে উঠবে।
ক্যাস্টর ওয়েল - আপনার যদি চুল উঠে টাক পড়ে যাচ্ছে, তাহলে সেই যায়গা গুলোতে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই তেল লাগিয়ে রাখুন আর পর দিন শ্যাম্পু করে নিন।

আপনি যদি হট ওয়েল মাসাজ এর পর একটা তোয়ালে নিয়ে গরম জলে ভিজিয়ে, নিংড়ে নিয়ে মাথায় বেঁধে রাখতে পারেন, তাহলে আপনার চুল আরও স্মুদ ও উজ্জ্বল হবে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com