Logo
logo

বিউটি ও ফ্যাশন

🌼🌼শ্রীমতির রুপটান 🌼🌼

এখন আমরা প্রায় সবাই গৃহবন্দী । সকলের পার্লারে যাওয়া হচ্ছে না অনেকদিন। ঘর এ বসে রান্না আর ঘরের নানা কাজ করতে হচ্ছে, তাতে স্কিনে ট্যান পড়ছে, ডাল হয়ে যাচ্ছে, গ্লো হারিয়ে যাচ্ছে। আসুন আজ আমরা জেনেনি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রূপচর্চা করা যায়।

♦️ বেসন :-
আমাদের সবার বাড়িতেই থাকে, আমরা জানি বেসন হার্ট এর জন্য উপকারী আর ডায়াবেটিস্ কমাতে সাহায্য করে। আর এই বেসন স্কিনের PH ঠিক রাখে।

♦️হলুদ :-
হলুদ রান্নার কাজে সব সময়েই দরকার। সবার বাড়িতেই থাকে। এ্যান্টিসেপটিক এর কাজ করে। আর স্কিনকে আরো ব্রাইট করতে সাহায্য করে।

♦️ টক দই :-
গরম এর সময়ে অনেকেই টক দই খান, হজম করতে সাহায্য করে আর এই টক দই স্কিনকে ময়েস্ট করতে সাহায্য করে।

এবার জেনেনি কিভাবে এই উপকরণ ব্যবহার করে রূপচর্চা করা যায় -------

♦️ বেসন যদি কাঁচা দুধ দিয়ে তুলোর সাহায্যে সারা মুখে 2 মিনিট ধরে লাগিয়ে ধুয়ে নিলে ব্লাক হেডস্ চলে যায় আর ক্লিনজারের কাজ করে।

♦️ বেসন আর গোলাপ জল মিশিয়ে হাতের সাহায্যে ক্লক ওয়াইজ আর এ্যান্টি ক্লক ওয়াইজ ম্যাসাজ করলে স্ক্রাবের কাজ করবে।

♦️1 চা চামচ বেসন
1 চা চামচ টক দই
1/2 চা চামচ হলুদ গুঁড়ো

এই সব উপকরণ এক সাথে মিশিয়ে একটা প্যাক বানিয়ে মুখে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে নিন।

সপ্তাহে 3 দিন করলে আপনার মুখের ট্যান চলে গিয়েউজ্জ্বলতা আসবে ।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com