Logo
logo

বিউটি ও ফ্যাশন

প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শ্রীমতীর রূপটান

বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানটি বেশ ভালো।
খাদ্য হিসেবে দুধের পুষ্টিমান, স্বাস্থ্যগুণ এসব কথা অনেকবারই শুনেছেন। রূপচর্চায় দুধের ব্যবহারও নতুন বিষয় নয়।
দুধ একটি প্রাকৃতিক ক্লিনজার। শুধু তাই নয়, এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজারও। এক বাটি দুধে সুতির কাপড় ভিজিয়ে মুখ পরিষ্কার করলে তফাতটা নিজেই পরখ করতে পারবেন।
ত্বক আগের চেয়ে বেশি ফ্রেশ ও উজ্জ্বল দেখাবে। অনেক সময় মুখের ত্বকে সাদা সাদা খসখসে ভাব হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে দুধ বেশ ভালো কাজ করে। এটি ত্বকের খসখসে ভাব কমিয়ে ত্বককে করে তুলতুলে।
ব্ল্যাক হেডস দূর করতেও দুধ উপকারী। অনেকের ত্বকে লালচে দাগ দেখা দেয়, যা পরে কালো হয়ে যায়। সে সমস্যার মুক্তি দেবে দুধ।
* সারা দিনের ধকল শেষে বাড়ি ফিরে একটা কটন বল দুধে ডুবিয়ে মুখ মুছে নিন।
ত্বকের ক্লিনজার হিসেবে এটি চমৎকার।
* ৩ টেবিল চামচ দুধ, ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালো করে মিশিয়ে মুখমন্ডলে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে করবে উজ্জ্বল এবং লাবণ্যময়।
* ত্বকে বয়সের ছাপ কিংবা বলিরেখা দূর করতে দুধের সরের সঙ্গে হলুদ গুঁড়া মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা মুছে যাবে এবং ত্বক হয়ে উঠবে টানটান। বয়সের ছাপও কমে আসবে।

সুস্থ থাকুন সুন্দর থাকুন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com