Logo
logo

বিউটি ও ফ্যাশন

শ্রীমতির রূপটান( পুজোস্পেশাল)

পুজোর আর বেশিদিন বাকি নেই ৷ এখনই শুরু করে দিন এই নিয়মগুলি ৷ চেহারায় জেল্লা ফিরবে কিছু দিনেই ৷
চটজলদি তরতাজা ভাব চাইলে তোয়ালে ভিজিয়ে নিন ঈষদু্ষ্ণ জলে ৷ তার পর সেটা দিয়ে ভাল করে মুখ মুছে ফেলুন ৷ ত্বকের টানটান ভাব বজায় থাকবে ৷
কোমল, উজ্জ্বল এবং দাগ-ছোপহীন সুন্দর ত্বক কে না চায় বলুন, কিন্তু আজকাল এত ব্যস্ততার মধ্যে কিছুতেই ত্বকের যত্ন সেভাবে নেওয়া হয়ে ওঠে না, ফলে ঠিক যেমনটা আমরা চাই, সেরকম ত্বকের অধিকারিণী হয় উঠতে পারি না। তবে সারাবছর সেভাবে ত্বকের যত্ন না নিলেও দুর্গা পুজোর আগ দিয়ে কিন্তু ঠিক একটু হলেও সময় বার করে আমরা ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফেরানোর চেষ্টা করি। বাজারচলতি অনেকরকম স্কিনকেয়ার প্রোডাক্ট অনেকেই ব্যবহার করেন তবে আপনি যদি একটু সেফ খেলতে চান, মানে দুর্গা পুজোর আগে নতুন কোনও প্রোডাক্ট ট্রাই না করে ঠাকুমা-দিদিমার টোটকাতেই ভরসা রাখতে চান, তাহলে এই ঘরোয়া রূপটানগুলো বেশ কাজে লাগবে!
১। লেবু-টোম্যাটোর ফেসপ্যাক -
একটা পাকা টোম্যাটো নিয়ে তার পিউরি বানিয়ে নিন। এবারে তাতে দুই টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে ভাল করে মিশিয়ে মুখে, গলায় এবং ঘাড়ে লাগিয়ে নিন। মিনিটকুড়ি বাদে ধুয়ে ফেলুন। ত্বকে ন্যাচারাল ব্লিচের কাজ করে এই প্যাক। তবে হ্যাঁ, যদি আপনার ত্বকে কোথাও কেটে যায় বা র‍্যাশ থাকে, সেক্ষেত্রে এই ফেসপ্যাকটি ব্যবহার করবেন না।
২। অ্যালোভেরা ও গ্লিসারিনের ফেসপ্যাক
এক চা চামচ অ্যালোভেরা জেল কয়েক ফোঁটা গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে মুখে মেখে নিন। ২০-২৫ মিনিট পরে জল দিয়ে মুখ ধুয়ে নিন। চটজলদি ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে এটি ম্যাজিকের মতো কাজ করে।
৩। শশা ও লেবুর রসের ফেসপ্যাক
এক টেবিল চামচ শশার রসের সঙ্গে এক চা চামচ করে পাতিলেবুর রস ও হলুদ ভাল করে মিশিয়ে নিন। আপনার যদি শুষ্ক ত্বকের সমস্যা থাকে তা হলে এর সঙ্গে এক চা চামচ গ্লিসারিনও মেশাতে পারেন। এবারে ওই প্যাক মিনিট ১৫ মেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। ট্যান, সূর্যের ক্ষতিকর ইউ ভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে এই ফেসপ্যাকটি খুব ভাল।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com