Logo
logo

বিউটি ও ফ্যাশন

শীতে ত্বক ও ঠোঁটের যত্ন

শীতের এই সময় আমাদের ত্বক ও ঠোঁট খুব দ্রুত রুক্ষ ও খসখসে হয়ে পড়ে। তাই আপনি ঘরে থাকুন বা বাইরে যান, প্রতিদিন কিছু সময় বের করে ত্বকের যত্ন নিতে হবে। আজকে থাকছে কীভাবে এই ঠান্ডা মৌসুমে ঘরোয়া উপাদান দিয়ে সহজেই ত্বকের যত্ন নিতে পারেন...
১. মুখের জন্য নিয়মিত ক্লিনজার ব্যবহার করা সব ঋতুতেই প্রয়োজনীয়। এই শীতে দিনে দু-তিনবার ক্লিনজার ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন। এ ক্ষেত্রে ঠান্ডা দুধে কটন বল ভিজিয়ে মুখ ধুয়ে অতিরিক্ত শুষ্কতা দূর করতে পারেন।
২. শীতে নিয়মিত টোনার ব্যবহার খুবই জরুরি। ত্বককে অসময়ে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে এবং টানটান রাখতে টোনার ব্যবহার করবেন।
৩. সব ধরনের ত্বকের জন্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। প্রতি রাতে ঘুমানোর আগে ত্বকে হালকা উষ্ণ আমন্ড অয়েল কিংবা ভার্জিন অলিভ অয়েল ম্যাসাজ করুন। এ ছাড়া আপনার সাধারণ কোল্ড ক্রিম বা লোশনে এই তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
৪. ত্বকের কোমলতা ও লাবণ্য ধরে রাখতে ‘বাটার মিল্ক প্যাক’ ব্যবহার করতে পারেন। মালাই বা ফ্রেশ বাটার মিল্কের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।

এ ছাড়া অ্যাভোকাডোতে আছে বিভিন্ন ময়েশ্চারাইজিং উপাদান, যা ত্বকের জন্য খুবই উপকারী। পাকা অ্যাভাকাডো থেঁতলে মুখে লাগান এবং ১০-১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখে ধুয়ে নিন। এটি ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com