Logo
logo

সাহিত্য / কবিতা

ঈদ মোবারক

ত্রিশ রমজান দিনের শেষে -
খুশির চাঁদ উঠে খোদার আসমানে,
এক ফালি চাঁদ খুশির মাতন জাগায় ধরার বুকে -
সেহেরী মোবারক নেয় বিদায় সেই ভোর রাতে ,
রোজদারগণ থাকেন সামনের বছরের অপেক্ষাতে।


আলোর মালায় ঝলমল করে মহল্লা, রাস্তাঘাট,
মসজিদ, ঈদগাহ্, ঘরবাড়ি -
ফুটপাত থেকে দোকানে ভিড় জমে কিনতে পাজামা - পাঞ্জাবী, টুপি, রং বেরঙের ফিতে, সালোয়ার কামিজ,শাড়ি ।
হাতে মেহেন্দি পরে , পছন্দ করে কাঁচের চুড়ি ঝকমকে -
রাতের বাজার এলাকা করে গমগম আজ চাঁদনী রাত যে ।


রাতের আঁধার সরে গিয়ে প্রভাত আলো পড়ে ছড়িয়ে -
গোসল সেরে অঙ্গে নতুন পোশাক ,সুগন্ধি ব্যবহারে মন মাতে ,
নামাজ পড়ে মসজিদে,ময়দানে বা ঈদগাহে -
খুশির ঈদের নামাজ সেরে গলা মেলে, কোলাকুলি,
জাতি ধর্ম নির্বিশেষে -
শান্তির বাণী বিনিময় - ঈদ মোবারক সবার মুখে মুখে
নারী পুরুষ সকলেই নামাজ পড়ে খুশি মনে -
দু ' হাত তুলে দোয়া মাঙ্গে খোদার দরবারে - বন্ধ হোক
হানাহানি, মারামারি, জিঘাংসার কুশ্রীতা , বয়ে যাক মধুর সমীরণ থাকে না বারুদ গন্ধ ।
আনন্দের হিল্লোল ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে,
প্রতিটি মানুষ পায় যেন পেট পুরে খেতে।


বাড়ির গৃহিণী সুসজ্জিত বেশে,
মেহেন্দি রাঙা হাতের স্পর্শে বানিয়ে থাকেন হরেক রকম সেমাই -
সেমাইয়ের কুনাফা, ক্ষীর সেমাই, লাচ্ছা সেমাই, দুধ সেমাই, নবাবী সেমাই, সেমাই জর্দা আরও কত কি -
সেমাই ছাড়া ঈদ হয় নাকি ?
দেশি বিদেশি রেসিপিতে বানানো প্লেট
রান্নাঘর থেকে রেস্তোরাঁ ম ম করে -
কোরমা ,পোলাও , পরোটা তো অবশ্যই বানাতে থাকে না বাকী,

ধনীদের জাকাত দানে তারাই হয় উপকৃত,
প্রাণ হয় ওষ্ঠাগত দুইবেলা জঠরের জ্বালা মেটাতে সেই দরিদ্র । আজ ধনীর ঘরে গরীব অতিথি , গরীবের ঘরে ধনী -
খাওয়া দাওয়া প্রাণ ভরে হাসি আনন্দ,
খুশির হাওয়া দিকে দিকে ছড়ায় -
সবার মুখে - ঈদ মোবারক বাণী।
কত ভালো হতো -
ঈদের দিনের আমেজ যদি হতো চিরস্থায়ী।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com